ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

গুলিস্তানে বিস্ফোরণ: নিহত ১৬ জনের মরদেহ হস্তান্তর

দেশের আওয়াজ ডেস্কঃ
  • আপডেট সময় : ০৫:০৪:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩ ১০২ বার পড়া হয়েছে

রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহত ১৬ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (৭ মার্চ) দিবাগত রাত ২টা পর্যন্ত লাশগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ঢাকা জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার সুবীর কুমার দাশ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সুবীর কুমার দাশ বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জনের মরদেহ পাওয়া গেছে। তাঁদের পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে মরদেহগুলো হস্তান্তর করা হয়েছে। এখনও তিনজন নিখোঁজ রয়েছেন। তাঁরা আহত না নিহত, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

নিহত যে ১৬ জনের লাশ হস্তান্তর করা হয়েছে তাঁরা হলেন- নাজমুল হোসেন, রাহাত, ওবায়দুল হাসান, মুনসুর, আলামিন, আবু বক্কর সিদ্দিক, নুরুল ইসলাম, ইসমাইল হোসেন, ইছহাক মৃধা, হৃদয়, মাইনুদ্দিন, মমিনুল, নদী, আকুতি বেগম, সুমন ও আব্দুল হাকিম।

নিখোঁজ তিনজন হলেন মেহেদী হাসান, ইমতিয়াজ মোহাম্মদ ভূঁইয়া ও ইয়াসিন। স্বজনেরা হাসপাতালে এসে তাঁদের কোনো খোঁজ পাননি।

বিস্ফোরণের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ১৯ জন চিকিৎসাধীন রয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। অপরদিকে, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এসএম আইউব হোসেন জানিয়েছেন, সেখানে আহত ১০ জন চিকিৎসা নিচ্ছেন।

উল্লেখ্য, মঙ্গলবার (৭ মার্চ) বিকেল পৌনে পাঁচটার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিক বাজারে ওই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পাশাপাশি দুটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়। একটি ভবন সাততলা এবং আরেকটি ভবন পাঁচতলা। এর মধ্যে সাততলা ভবনের বেসমেন্ট, প্রথম ও দ্বিতীয় তলা বিধ্বস্ত হয়েছে। আর পাঁচতলা ভবনের নিচতলাও বিধ্বস্ত হয়েছে। এই ভবনের দ্বিতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত ব্র্যাক ব্যাংকের কার্যালয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গুলিস্তানে বিস্ফোরণ: নিহত ১৬ জনের মরদেহ হস্তান্তর

আপডেট সময় : ০৫:০৪:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩

রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহত ১৬ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (৭ মার্চ) দিবাগত রাত ২টা পর্যন্ত লাশগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ঢাকা জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার সুবীর কুমার দাশ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সুবীর কুমার দাশ বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জনের মরদেহ পাওয়া গেছে। তাঁদের পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে মরদেহগুলো হস্তান্তর করা হয়েছে। এখনও তিনজন নিখোঁজ রয়েছেন। তাঁরা আহত না নিহত, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

নিহত যে ১৬ জনের লাশ হস্তান্তর করা হয়েছে তাঁরা হলেন- নাজমুল হোসেন, রাহাত, ওবায়দুল হাসান, মুনসুর, আলামিন, আবু বক্কর সিদ্দিক, নুরুল ইসলাম, ইসমাইল হোসেন, ইছহাক মৃধা, হৃদয়, মাইনুদ্দিন, মমিনুল, নদী, আকুতি বেগম, সুমন ও আব্দুল হাকিম।

নিখোঁজ তিনজন হলেন মেহেদী হাসান, ইমতিয়াজ মোহাম্মদ ভূঁইয়া ও ইয়াসিন। স্বজনেরা হাসপাতালে এসে তাঁদের কোনো খোঁজ পাননি।

বিস্ফোরণের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ১৯ জন চিকিৎসাধীন রয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। অপরদিকে, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এসএম আইউব হোসেন জানিয়েছেন, সেখানে আহত ১০ জন চিকিৎসা নিচ্ছেন।

উল্লেখ্য, মঙ্গলবার (৭ মার্চ) বিকেল পৌনে পাঁচটার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিক বাজারে ওই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পাশাপাশি দুটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়। একটি ভবন সাততলা এবং আরেকটি ভবন পাঁচতলা। এর মধ্যে সাততলা ভবনের বেসমেন্ট, প্রথম ও দ্বিতীয় তলা বিধ্বস্ত হয়েছে। আর পাঁচতলা ভবনের নিচতলাও বিধ্বস্ত হয়েছে। এই ভবনের দ্বিতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত ব্র্যাক ব্যাংকের কার্যালয়।