ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

গাজীপুর সিটি নির্বাচন : দুই মেয়র প্রার্থীসহ তিনজনকে শোকজ

দেশের আওয়াজ ডেস্কঃ
  • আপডেট সময় : ১১:২৯:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩ ১১১ বার পড়া হয়েছে

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষ্যে আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই মেয়র প্রার্থী এবং একজন কাউন্সিলর প্রার্থীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

শোকজ নোটিশ প্রাপ্তরা হলেন- জাতীয় পার্টির মেয়র প্রার্থী এমএম নিয়াজ উদ্দিন, স্বতন্ত্র মেয়র প্রার্থী ও আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আল মামুন মন্ডল এবং নগরীর ২৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সনজিৎ মল্লিক। বুধবার (২৭ এপ্রিল) তাদের ওই কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়।

কারণ দর্শানোর পৃথক চিঠিতে রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম বলেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষ্যে মেয়র ও কাউন্সিলর পদে সম্ভাব্য প্রার্থীদের নির্বাচন কমিশন সচিবালয়সহ রিটার্নিং কর্মকর্তার কার্যালয় হতে পোস্টার অপসারণের বিষয়ে নির্দেশনা প্রদান করাসহ মাইকিং করা হয়। তারপরও সরেজমিনে নগরীর বিভিন্ন স্থানে স্বতন্ত্র মেয়র প্রার্থী আব্দুল্লাহ আল মামুনের ছবি সম্বলিত পোস্টার দেখা যায়।

এছাড়া নগরীর ২৬নং ওয়ার্ডের এলাকা পরিদর্শনকালে দেখা যায়, অদ্যাবধি সিটি কর্পোরেশনভুক্ত ২৬নং ওয়ার্ডের দেয়ালে কাউন্সিলর প্রার্থী সনজিৎ মল্লিকের পোস্টার শোভা পাচ্ছে, যা সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬ অনুসারে বিধি ৫ সুস্পষ্ট লঙ্ঘন করেছেন।

এছাড়া মনোনয়নপত্র জমাদানের দিন নির্ধারিত সংখ্যকের বেশি লোকজন তথা শোডাউন করে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করার জন্য শোকজ নোটিশ করা হয়েছে জাতীয় পার্টির মেয়র প্রার্থী এমএম নিয়াজ উদ্দিনকে।

উল্লেখ্য, আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) নির্বাচন অনুষ্ঠিত হবে। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এ সিটিতে ভোট করা হবে বলে জানিয়েছে ইসি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গাজীপুর সিটি নির্বাচন : দুই মেয়র প্রার্থীসহ তিনজনকে শোকজ

আপডেট সময় : ১১:২৯:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষ্যে আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই মেয়র প্রার্থী এবং একজন কাউন্সিলর প্রার্থীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

শোকজ নোটিশ প্রাপ্তরা হলেন- জাতীয় পার্টির মেয়র প্রার্থী এমএম নিয়াজ উদ্দিন, স্বতন্ত্র মেয়র প্রার্থী ও আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আল মামুন মন্ডল এবং নগরীর ২৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সনজিৎ মল্লিক। বুধবার (২৭ এপ্রিল) তাদের ওই কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়।

কারণ দর্শানোর পৃথক চিঠিতে রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম বলেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষ্যে মেয়র ও কাউন্সিলর পদে সম্ভাব্য প্রার্থীদের নির্বাচন কমিশন সচিবালয়সহ রিটার্নিং কর্মকর্তার কার্যালয় হতে পোস্টার অপসারণের বিষয়ে নির্দেশনা প্রদান করাসহ মাইকিং করা হয়। তারপরও সরেজমিনে নগরীর বিভিন্ন স্থানে স্বতন্ত্র মেয়র প্রার্থী আব্দুল্লাহ আল মামুনের ছবি সম্বলিত পোস্টার দেখা যায়।

এছাড়া নগরীর ২৬নং ওয়ার্ডের এলাকা পরিদর্শনকালে দেখা যায়, অদ্যাবধি সিটি কর্পোরেশনভুক্ত ২৬নং ওয়ার্ডের দেয়ালে কাউন্সিলর প্রার্থী সনজিৎ মল্লিকের পোস্টার শোভা পাচ্ছে, যা সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬ অনুসারে বিধি ৫ সুস্পষ্ট লঙ্ঘন করেছেন।

এছাড়া মনোনয়নপত্র জমাদানের দিন নির্ধারিত সংখ্যকের বেশি লোকজন তথা শোডাউন করে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করার জন্য শোকজ নোটিশ করা হয়েছে জাতীয় পার্টির মেয়র প্রার্থী এমএম নিয়াজ উদ্দিনকে।

উল্লেখ্য, আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) নির্বাচন অনুষ্ঠিত হবে। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এ সিটিতে ভোট করা হবে বলে জানিয়েছে ইসি।