গাজীপুর সিটি নির্বাচনে ২৮ নেতাকে আ. লীগের দায়িত্ব প্রদান
- আপডেট সময় : ০৫:১৭:২৪ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩ ৯০ বার পড়া হয়েছে
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ২৮ নেতাকে দায়িত্ব বন্টন করা হয়েছে। তাদের মধ্যে একজন দলনেতা, একজন সমন্বয়ক এবং একজন উপদেষ্টা রাখা হয়েছেন। বাকি ২৫ জন কেন্দ্রীয় কমিটির নেতা দলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
দলনেতা করা হয়েছে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমকে। তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য৷ সমন্বয়কের দায়িত্ব পালন করবেন আওয়ামী লীগের ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।
দলের উপদেষ্টা করা হয়েছে গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা বিষয়কমন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হককে।
কেন্দ্রীয় কমিটির বাকি ২৫ জনকে দলের সদস্য হিসেবে রাখা হয়েছে৷ তারা হলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, সিমিন হোসেন রিমি। সাংগঠনিক সম্পাদক এস. এম কামাল হোসেন, আইন বিষয়ক সম্পাদক নজিবুল্লাহ হিরু, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, মহিলা বিষয়ক সম্পাদক জাহানারা বেগম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বেগম শামসুন নাহার, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আবদুল আউয়াল শামীম, উপদপ্তর সম্পাদক সায়েম খান।
কার্যনির্বাহী সদস্যদের মধ্যে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে – অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত, অ্যাডভোকেট তারানা হালিম, অ্যাডভোকেট সানজিদা খানম, আনোয়ার হোসেন, সাহাবুদ্দিন ফরাজী, ইকবাল হোসেন অপু, মোহাম্মদ সাইদ খোকন, উপাধ্যক্ষ রেমন্ড আরেং ও নির্মল কুমার চ্যাটার্জিকে।