গণতন্ত্র বিপন্নকারী অশুভ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন: রাষ্ট্রপতি
- আপডেট সময় : ১০:২৬:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩ ১২০ বার পড়া হয়েছে
গণতন্ত্রকে বিপন্ন করে এমন অশুভ শক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। সংঘাত ভুলে আলাপ-আলোচনার মাধ্যমে গণতন্ত্র বিকশিত করতে সবার সহযোগিতা চেয়েছেন রাষ্ট্রপ্রধান।
শুক্রবার (৭ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তী (৫০ বছরপূর্তি) উপলক্ষে বিশেষ অধিবেশনে স্মারক বক্তৃতায় রাষ্ট্রপতি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
রাষ্ট্রপতি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম প্রধান স্তম্ভ এই মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে আমি আজ দলমত নির্বিশেষে দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি— আসুন সবার সম্মিলিত প্রয়াসে প্রিয় মাতৃভূমি থেকে সংঘাত—সংঘর্ষ এবং যেকোনো উগ্রবাদ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে দূরে থেকে কল্যাণমুখী রাষ্ট্র গঠনে শামিল হই। গণতন্ত্রকে বিপন্ন করে তোলে এমন কোনো অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে।