ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০২৪, ৯ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

খেলার মাঠেই প্রাণ হারালেন ভারতীয় ক্রিকেটার

ক্রীড়া ডেস্কঃ
  • আপডেট সময় : ১১:৫৭:১৮ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪ ৬৩ বার পড়া হয়েছে

ভারতীয় ক্রিকেটে ফের নেমে এলো শোকের ছায়া। বেঙ্গালুরুতে দক্ষিণ অঞ্চল একটি টুর্নামেন্টে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কর্নাটকের ক্রিকেটার হোয়শালা কে। মাত্র ৩৪ বছর বয়সেই মারা যান তিনি। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুসারে, হৃদরোগে আক্রান্ত হওয়ার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে।

এই টুর্নামেন্টে তামিলনাড়ু এবং কর্নাটক একে অপরের বিপক্ষে খেলতে নেমেছিল। কিন্তু অসময়ে এই প্রতিভাবান ক্রিকেটারের মৃত্যুতে আচমকাই শোকের ছায়া নেমে আসে। কর্নাটকের হয়ে বয়সভিত্তিক টুর্নামেন্ট খেলতেন হোয়শালা। ম্যাচের শেষে টিম হাডল করার সময় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে মাঠে উপস্থিত চিকিৎসকরা দৌড়ে আসেন। কিন্তু, হোয়শালাকে শেষপর্যন্ত আর বাঁচানো সম্ভব হয়নি।

পাশাপাশি এই ঘটনার পরই মাঠে উপস্থিত অ্যাম্বুল্যান্সে করে তাকে স্থানীয় বোরিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। হোয়শালার এই আচমকা প্রয়াণে স্থানীয় ক্রিকেট মহলে শোকের ছায়া নেমে আসে।

ক্রিকেটার, সমর্থক এবং ম্যাচ আধিকারিকরা এই প্রতিভাবান ক্রিকেটারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। কর্নাটকের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রী দীনেশ গুন্ডু রাও সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকজ্ঞাপন করেছেন।

তামিলনাড়ুর বিপক্ষে এই ম্যাচে কর্নাটকের জয়ে হোয়শালার যথেষ্ট অবদান ছিল। তিনি ১৩ বলে ১৩ রান করার পাশাপাশি তামিলনাড়ুর ওপেনার পি প্রবীণ কুমারের উইকেটও শিকার করেন। এই ম্যাচে কর্নাটক একেবারে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ১ রানে জয়লাভ করে। জয়ের জন্য ১৭৩ রান তাড়া করতে নেমে তামিলনাড়ু ১৭১ রানে অলআউট হয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

খেলার মাঠেই প্রাণ হারালেন ভারতীয় ক্রিকেটার

আপডেট সময় : ১১:৫৭:১৮ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪

ভারতীয় ক্রিকেটে ফের নেমে এলো শোকের ছায়া। বেঙ্গালুরুতে দক্ষিণ অঞ্চল একটি টুর্নামেন্টে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কর্নাটকের ক্রিকেটার হোয়শালা কে। মাত্র ৩৪ বছর বয়সেই মারা যান তিনি। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুসারে, হৃদরোগে আক্রান্ত হওয়ার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে।

এই টুর্নামেন্টে তামিলনাড়ু এবং কর্নাটক একে অপরের বিপক্ষে খেলতে নেমেছিল। কিন্তু অসময়ে এই প্রতিভাবান ক্রিকেটারের মৃত্যুতে আচমকাই শোকের ছায়া নেমে আসে। কর্নাটকের হয়ে বয়সভিত্তিক টুর্নামেন্ট খেলতেন হোয়শালা। ম্যাচের শেষে টিম হাডল করার সময় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে মাঠে উপস্থিত চিকিৎসকরা দৌড়ে আসেন। কিন্তু, হোয়শালাকে শেষপর্যন্ত আর বাঁচানো সম্ভব হয়নি।

পাশাপাশি এই ঘটনার পরই মাঠে উপস্থিত অ্যাম্বুল্যান্সে করে তাকে স্থানীয় বোরিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। হোয়শালার এই আচমকা প্রয়াণে স্থানীয় ক্রিকেট মহলে শোকের ছায়া নেমে আসে।

ক্রিকেটার, সমর্থক এবং ম্যাচ আধিকারিকরা এই প্রতিভাবান ক্রিকেটারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। কর্নাটকের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রী দীনেশ গুন্ডু রাও সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকজ্ঞাপন করেছেন।

তামিলনাড়ুর বিপক্ষে এই ম্যাচে কর্নাটকের জয়ে হোয়শালার যথেষ্ট অবদান ছিল। তিনি ১৩ বলে ১৩ রান করার পাশাপাশি তামিলনাড়ুর ওপেনার পি প্রবীণ কুমারের উইকেটও শিকার করেন। এই ম্যাচে কর্নাটক একেবারে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ১ রানে জয়লাভ করে। জয়ের জন্য ১৭৩ রান তাড়া করতে নেমে তামিলনাড়ু ১৭১ রানে অলআউট হয়ে যায়।