• বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৬:৩৫ অপরাহ্ন

খেলতে খেলতে মাঠেই মৃত্যু বাংলাদেশি ফুটবলারের

ক্রীড়া ডেস্কঃ / ৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩

রোববার ভারতের পূর্ব হিমালয়ের পাদদেশের ডুয়ার্সের গয়েরকাটা স্কুল মাঠে মুখোমুখি হয় বাংলাদেশ-মালদহের একটি ফুটবল দল। সেই ম্যাচে খেলতে খেলতেই হঠাৎ করে মাঠে লুটিয়ে পড়েন বাংলাদেশের ফুটবলার রশিদ খান। মাঠে তার প্রাথমিক চিকিৎসা করা হয়।

উন্নত চিকিৎসার জন্য রশিদ খানকে নিয়ে যাওয়া হয় বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঠিক কী কারণে বাংলাদেশি ফুটবলারের মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি। চিকিৎসকরা জানিয়েছেন ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ ব্যাপারে জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো বলেন, বানারহাটের একটি ক্লাবের উদ্যোগে ফুটবল খেলার আয়োজন করা হয়েছিল। খেলা শুরুর পর মাঠেই অসুস্থ হয়ে পড়েন বাংলাদেশের এক খেলোয়াড়। বীরপাড়া হাসপাতালে তার মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ভারত, বাংলাদেশ, নেপাল ও ভুটানসহ মোট ১২টি দল নিয়ে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছে গ্রিনল্যান্ড ডুয়ার্স ভেটেরান্স ক্লাব।

সূত্র: আনন্দবাজার পত্রিকা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ