খুলনার সমাবেশ সফল করতে ছাত্রদলের প্রচারণা

- আপডেট সময় : ০৬:১২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩ ৮৯ বার পড়া হয়েছে
খুলনার তারুণ্যের সমাবেশ সফল করতে বিভিন্ন স্থানে প্রচারণা করছে জাতীয়াতাবাদী ছাত্রদল। ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ এবং সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের নেতৃত্বে, খুলনা জেলা ও মহানগর ছাত্রদলকে সাথে নিয়ে মহানগরীর অলিগলি সকল জায়গায় প্রচারণা চালায়।
আগামী ১৭ জুলাই খুলনা মহানগরীতে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। বিএনপির তিন সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্চাসেবক দল ও ছাত্রদল এ সমাবেশ করছে। নগরের প্রাণকেন্দ্র ডাকবাংলো মোড়ের সোনালী ব্যাংক চত্বরে সমাবেশ হবে।
তরুণ ভোটারদের রানজনীতিতে সংক্রীয় করতে এ সমাবেশ। আর আগে চট্টগ্রাম, বগুড়া, সিলেটে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে খুলনা বিভাগের ১০টি জেলার তরুণরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে বলে আশা প্রকাশ করছে নেতৃবৃন্দ। এতে প্রধান অতিথি হিসাবে থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তারুণ্যের সমাবেশ ঘিরে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে খুলনা বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো। খুলনা ছাড়াও বিভাগের অন্য জেলা ও উপজেলা পর্যায়ে চলছে গণসংযোগ ও লিফলেট বিতরণ।