খুলনার বিপক্ষে সহজ জয় সিলেটের
- আপডেট সময় : ০৫:৩৬:০৩ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩ ১০৮ বার পড়া হয়েছে
সময়ের সঙ্গে লড়াই দিয়ে বাড়ছে বিপিএলের উত্তেজনা। ঢাকা – চট্টগ্রাম পর্ব শেষে দলগুলোর ব্যাট -বলের দ্বৈরথ উত্তাপ ছড়াচ্ছে চায়ের রাজ্য সিলেটে। যেখানে স্বাগতিক দলের দাপট বাড়তি আনন্দের খোরাক দিচ্ছে ভক্ত- সমর্থকদের মাঝে। আজ বিপিএলে দিনের দ্বিতীয় খেলায় মাঠে নামে খুলনা টাইগার্স ও সিলেট স্ট্রাইকার্স। যেখানে হেসে খেলেই জয় পায় মাশরাফির দল।
গুরুত্বপূর্ন এই ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নামে সিলেট। ব্যাট করতে নেমে শুরুতেই নাজমুল শান্তর উইকেট হারায় দলটি। তবে এরপরই খেলার মোড় ঘুরিয়ে দেন দলটির দুই ব্যাটার তৌহিদ হৃদয় ও জাকির হাসান।
দ্বিতীয় উইকেটে ১১৪ রানের বড় জুটি গড়েন সিলেটের এই দুই ব্যাটার। ৪৯ বলে ৭৪ রান করেন হৃদয়। অন্যদিকে ৩৮ বলে জাকিরের সংগ্রহ ৫৩ রান।
ইনিংসের শেষদিকে জিম্বাবুইয়ান অলরাউন্ডার রায়ান বার্ল ও লঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরার ঝড়ো ব্যাটিং বড় পুঁজি দেয় সিলেটকে। ১১ বলে ২২ রান করেন বার্ল আর পেরেরার সংগ্রহ ৭ বলে ১৭। সবশেষ ৪ উইকেট হারিয়ে ১৯২ রানের বড় সংগ্রহ পায় সিলেট স্ট্রাইকার্স।
খুলনার টাইগার্সের হয়ে মার্ক দয়াল নেন সর্বোচ্চ দুইটি উইকেট। একটি করে উইকেট নেন নাহিদুল ইসলাম ও নাহিদ রানা।
১৯৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি খুলনার। দলীয় ২০ রানে দুই ওপেনার তামিম ইকবাল ও অ্যান্ড্রু বালবির্নিকে হারায় দলটি। এরপর ম্যাচের হাল ধরেন শেই হোপ ও মাহমুদুল হাসান জয়। দুইজনে মিলে গড়েন ৫৪ রানের জুটি।
২২ বলে ৩৩ রান করে আউট হন হোপ। এরপর পাকিস্তানের ব্যাটার আজম খান দলকে জয়ের আশা দিলেও শেষ রক্ষা হয়নি খুলনার। সবশেষ ৯ উইকেট হারিয়ে ১৬১ রানে থামে দলটির ইনিংস। আর এতেই ৩১ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে সিলেট স্ট্রাইকার্স।
সিলেটের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন রুবেল হোসেন। দুইটি করে উইকেট নেন রেজাউর রহমান রাজা ও মোহাম্মদ আমির।