ঢাকা ০৬:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

খুলনাকে হারিয়ে আসর শুরু ঢাকা ডমিনেটর্সের

দেশের আওয়াজ ডেস্কঃ
  • আপডেট সময় : ০৬:০৪:২৪ অপরাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩ ৯২ বার পড়া হয়েছে

মিরপুর অনুষ্ঠিত বাংলাদেশ প্রিমিয়ার লিগের(বিপিএল) দিনের প্রথম ম্যাচে তামিম ইকবালের খুলনা টাইগার্সকে ৬ উইকেটে হারিয়ে এবারের মিশন শুরু করল নাসিরের ঢাকা ডমিনেটর্স। শুরুতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১১৩ রান তুলেছ খুলনা। রান তাড়া করতে নেমে ৫ বল ও ৬ উইকেট হাতে রেখে জয় পেয়ে যায় ঢাকা।
মামুলি টার্গেটকে সামনে রেখে শুরু থেকেই কোনো চাপ নেয়নি ঢাকা। ওপেনিং জুটিতে দেখে-শুনেই খেলছিলেন দুই ওপেনার। কিন্তু পল ম্যাকেরেনের বলে আঘাত পেয়ে রিটায়ার হার্ড হয়ে মাঠ ছাড়েন আহমেদ শেহজাদ। তার জায়গায় খেলতে নেমে ১৩ বলে ১৬ রান করেন সৌম্য সরকার।
এরপর ২২ রানে আউট হয়েছেন ওপেনার দিলশান মুনাওয়েরা। আর মোহাম্মদ মিঠুন আউট হয়েছেন ব্যক্তিগত ৮ রানে। চতুর্থ উইকেট জুটিতে উসমান গনিকে সঙ্গে নিয়ে দলকে জয়ের দিকে নিতে থাকেন দলনেতা নাসির। ১৪ রানে গনি ফিরলে আরিফুলকে নিয়ে জয় নিশ্চিত করেন নাসির। ৩৬ বলে ৩৬ রানে নাসির ও ১ বলে ১ রানে আরিফুল অপরাজিত থাকেন।
এর আগে ম্যাচের শুরুতে টস জিতে খুলনাকে ব্যাট করার আমন্ত্রণ জানান ঢাকা ডমিনেটর্সের দলনেতা নাসির হোসেন। ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি খুলনার। পাওয়ার প্লের ছয় ওভারে ৩২ রান তুলতেই হারিয়েছে তিনটি উইকেট। ৭ রানে সার্জিল খান, ৪ রানে মুনিম শাহরিয়ার ও ৮ রানে ফেরেন তামিম ইকবাল।

পরে আজম-ইয়াসির-সাইফউদ্দিনরা মিলে চাপ সামলে নেওয়ার চেষ্টা চালালেও ব্যর্থ হয়। ১২ বলে ১৮ রান করেন আজম খান। ২৫ বলে ২৪ রান তুলেন দলনেতা ইয়াসির আলি রাব্বি। সাইফউদ্দিনের ব্যাট থেকে এসেছে ২৮ বলে ১৯ রান। এছাড়া নাহিদুল ৭ ও রিয়াজ ১০ রানে আউট হন। আর ১১ রানে সাব্বির ও শূন্য রানে পল ম্যাকারম্যান অপরাজিত থাকেন।

ঢাকার হয়ে ৪ ওভারে ২৮ রানের খরচায় সর্বো চারটি উইকেট নেন ডানহাতি পেসার আল আমিন হোসেন। এছাড়া দুটি করে উইকেটের দেখা পেয়েছেন দলনেতা নাসির হোসেন ও আরাফাত সানি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

খুলনাকে হারিয়ে আসর শুরু ঢাকা ডমিনেটর্সের

আপডেট সময় : ০৬:০৪:২৪ অপরাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩

মিরপুর অনুষ্ঠিত বাংলাদেশ প্রিমিয়ার লিগের(বিপিএল) দিনের প্রথম ম্যাচে তামিম ইকবালের খুলনা টাইগার্সকে ৬ উইকেটে হারিয়ে এবারের মিশন শুরু করল নাসিরের ঢাকা ডমিনেটর্স। শুরুতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১১৩ রান তুলেছ খুলনা। রান তাড়া করতে নেমে ৫ বল ও ৬ উইকেট হাতে রেখে জয় পেয়ে যায় ঢাকা।
মামুলি টার্গেটকে সামনে রেখে শুরু থেকেই কোনো চাপ নেয়নি ঢাকা। ওপেনিং জুটিতে দেখে-শুনেই খেলছিলেন দুই ওপেনার। কিন্তু পল ম্যাকেরেনের বলে আঘাত পেয়ে রিটায়ার হার্ড হয়ে মাঠ ছাড়েন আহমেদ শেহজাদ। তার জায়গায় খেলতে নেমে ১৩ বলে ১৬ রান করেন সৌম্য সরকার।
এরপর ২২ রানে আউট হয়েছেন ওপেনার দিলশান মুনাওয়েরা। আর মোহাম্মদ মিঠুন আউট হয়েছেন ব্যক্তিগত ৮ রানে। চতুর্থ উইকেট জুটিতে উসমান গনিকে সঙ্গে নিয়ে দলকে জয়ের দিকে নিতে থাকেন দলনেতা নাসির। ১৪ রানে গনি ফিরলে আরিফুলকে নিয়ে জয় নিশ্চিত করেন নাসির। ৩৬ বলে ৩৬ রানে নাসির ও ১ বলে ১ রানে আরিফুল অপরাজিত থাকেন।
এর আগে ম্যাচের শুরুতে টস জিতে খুলনাকে ব্যাট করার আমন্ত্রণ জানান ঢাকা ডমিনেটর্সের দলনেতা নাসির হোসেন। ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি খুলনার। পাওয়ার প্লের ছয় ওভারে ৩২ রান তুলতেই হারিয়েছে তিনটি উইকেট। ৭ রানে সার্জিল খান, ৪ রানে মুনিম শাহরিয়ার ও ৮ রানে ফেরেন তামিম ইকবাল।

পরে আজম-ইয়াসির-সাইফউদ্দিনরা মিলে চাপ সামলে নেওয়ার চেষ্টা চালালেও ব্যর্থ হয়। ১২ বলে ১৮ রান করেন আজম খান। ২৫ বলে ২৪ রান তুলেন দলনেতা ইয়াসির আলি রাব্বি। সাইফউদ্দিনের ব্যাট থেকে এসেছে ২৮ বলে ১৯ রান। এছাড়া নাহিদুল ৭ ও রিয়াজ ১০ রানে আউট হন। আর ১১ রানে সাব্বির ও শূন্য রানে পল ম্যাকারম্যান অপরাজিত থাকেন।

ঢাকার হয়ে ৪ ওভারে ২৮ রানের খরচায় সর্বো চারটি উইকেট নেন ডানহাতি পেসার আল আমিন হোসেন। এছাড়া দুটি করে উইকেটের দেখা পেয়েছেন দলনেতা নাসির হোসেন ও আরাফাত সানি।