ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু নিয়ে আজও দূষণের শীর্ষে ঢাকা

দেশের আওয়াজ ডেস্কঃ
  • আপডেট সময় : ০৬:৪০:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩ ১২৩ বার পড়া হয়েছে

বিশ্বের সবচেয়ে দূষিত বা খারাপ বাতাসের শহরের তালিকায় আজও শীর্ষে আছে বাংলাদেশের রাজধানী ঢাকার নাম। ২৮৮ এয়ার কোয়ালিটি স্কোর নিয়ে প্রথম স্থানে আছে ঢাকা। বায়ুর মান বিচারে এই পরিস্থিতি খুবই অস্বাস্থ্যকর। ঢাকার পরেই স্থানে আছে ভারতের মুম্বাই। ২০৩ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে আছে ভারতের এই শহরটি।

বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য বলছে, ঢাকার বাতাসে আজ দূষণের মাত্রা বেড়েছে।

আইকিউ এয়ারের সূচকে আজ সকাল নয়টায় ঢাকার স্কোর ছিল ২৮৮। গতকাল ছিল ২২১ স্কোর নিয়ে শীর্ষে ছিল বাংলাদেশের রাজধানী। গতকালের মতো আজও ‘খুবই অস্বাস্থ্যকর’ঢাকার বাতাস।

বিশ্বের ১০০টি শহরকে ছয়টি শ্রেণিতে রেখে করা আইকিউ এয়ারের তালিকায় আজ ঢাকার পরের স্থানগুলোতে রয়েছে ভারতের মুম্বাই, চীনের বেইজিং, থাইল্যান্ডের চিয়াংমাই, মিয়ানমারের ইয়াঙ্গুন, পাকিস্তানের লাহোর।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের এ তালিকা প্রকাশ করে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়। আইকিউ এয়ারের তালিকায় ৩০০-এর বেশি স্কোর হলে তাকে ‘বিপজ্জনক’ স্থানে রাখা হয়। আজ ওই অবস্থানে কোনো শহর নেই।

বায়ুমানের ক্ষেত্রে এয়ার কোয়ালিটি ইনডেস্ক তথা একিউআইয়ের মান ৫০ পর্যন্ত হলে তাকে স্বাস্থ্যকর বায়ু বলা হয়৷ ৫১ থেকে ১০০ পর্যন্ত থাকলে তা গ্রহণযোগ্য পর্যায়ের ধরা হয় যদিও ব্যাক্তি বিশেষে তা ক্ষতির কারণ হতে পারে৷ ১০১ থেকে ১৫০ পর্যন্ত মাত্রাকে বলা হয় অরেঞ্জ লেভেল যা সাধারণ মানুষের জন্য খুব একটা ক্ষতিকর না হলেও কারও কারও স্বাস্থ্যের ক্ষতি হতে পারে৷ ১৫০ থেকে ২০০ পর্যন্ত থাকলে তা অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করা হয়৷ আর এই মান ২০০ থেকে ৩০০ পর্যন্ত চরম অস্বাস্থ্যকর৷ আর একিউআই ৩০০-এর বেশি হলে সেটিকে বিপর্যয়কর হিসেবে চিহ্নিত করা হয়৷ সে হিসেবে ঢাকার বায়ুর মান আজ সকালে ২৮৮-এ আছে, যা চরম অস্বাস্থ্যকর।

গত জানুয়ারিতে বায়ুদূষণে বেশ কয়েকদিনেই শীর্ষ অবস্থানে নাম এসেছিল বাংলাদেশের রাজধানীর, যা নগরবাসীর জন্য চরম হতাশার ছিল। মাসটিতে মোট নয় দিন রাজধানীর বায়ুর মান দুর্যোগপূর্ণ ছিল, যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ।

ফেব্রুয়ারি মাসেও ভালো অবস্থানে ছিল না ঢাকার বায়ু। গত মাসেও শীর্ষে ১০এর মধ্যেই ওঠানামা করছিল বাংলাদেশের রাজধানীর বায়ুমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু নিয়ে আজও দূষণের শীর্ষে ঢাকা

আপডেট সময় : ০৬:৪০:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩

বিশ্বের সবচেয়ে দূষিত বা খারাপ বাতাসের শহরের তালিকায় আজও শীর্ষে আছে বাংলাদেশের রাজধানী ঢাকার নাম। ২৮৮ এয়ার কোয়ালিটি স্কোর নিয়ে প্রথম স্থানে আছে ঢাকা। বায়ুর মান বিচারে এই পরিস্থিতি খুবই অস্বাস্থ্যকর। ঢাকার পরেই স্থানে আছে ভারতের মুম্বাই। ২০৩ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে আছে ভারতের এই শহরটি।

বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য বলছে, ঢাকার বাতাসে আজ দূষণের মাত্রা বেড়েছে।

আইকিউ এয়ারের সূচকে আজ সকাল নয়টায় ঢাকার স্কোর ছিল ২৮৮। গতকাল ছিল ২২১ স্কোর নিয়ে শীর্ষে ছিল বাংলাদেশের রাজধানী। গতকালের মতো আজও ‘খুবই অস্বাস্থ্যকর’ঢাকার বাতাস।

বিশ্বের ১০০টি শহরকে ছয়টি শ্রেণিতে রেখে করা আইকিউ এয়ারের তালিকায় আজ ঢাকার পরের স্থানগুলোতে রয়েছে ভারতের মুম্বাই, চীনের বেইজিং, থাইল্যান্ডের চিয়াংমাই, মিয়ানমারের ইয়াঙ্গুন, পাকিস্তানের লাহোর।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের এ তালিকা প্রকাশ করে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়। আইকিউ এয়ারের তালিকায় ৩০০-এর বেশি স্কোর হলে তাকে ‘বিপজ্জনক’ স্থানে রাখা হয়। আজ ওই অবস্থানে কোনো শহর নেই।

বায়ুমানের ক্ষেত্রে এয়ার কোয়ালিটি ইনডেস্ক তথা একিউআইয়ের মান ৫০ পর্যন্ত হলে তাকে স্বাস্থ্যকর বায়ু বলা হয়৷ ৫১ থেকে ১০০ পর্যন্ত থাকলে তা গ্রহণযোগ্য পর্যায়ের ধরা হয় যদিও ব্যাক্তি বিশেষে তা ক্ষতির কারণ হতে পারে৷ ১০১ থেকে ১৫০ পর্যন্ত মাত্রাকে বলা হয় অরেঞ্জ লেভেল যা সাধারণ মানুষের জন্য খুব একটা ক্ষতিকর না হলেও কারও কারও স্বাস্থ্যের ক্ষতি হতে পারে৷ ১৫০ থেকে ২০০ পর্যন্ত থাকলে তা অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করা হয়৷ আর এই মান ২০০ থেকে ৩০০ পর্যন্ত চরম অস্বাস্থ্যকর৷ আর একিউআই ৩০০-এর বেশি হলে সেটিকে বিপর্যয়কর হিসেবে চিহ্নিত করা হয়৷ সে হিসেবে ঢাকার বায়ুর মান আজ সকালে ২৮৮-এ আছে, যা চরম অস্বাস্থ্যকর।

গত জানুয়ারিতে বায়ুদূষণে বেশ কয়েকদিনেই শীর্ষ অবস্থানে নাম এসেছিল বাংলাদেশের রাজধানীর, যা নগরবাসীর জন্য চরম হতাশার ছিল। মাসটিতে মোট নয় দিন রাজধানীর বায়ুর মান দুর্যোগপূর্ণ ছিল, যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ।

ফেব্রুয়ারি মাসেও ভালো অবস্থানে ছিল না ঢাকার বায়ু। গত মাসেও শীর্ষে ১০এর মধ্যেই ওঠানামা করছিল বাংলাদেশের রাজধানীর বায়ুমান।