খুদে ডা. দিয়ে ‘শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা’ শুরু ৫ ফেব্রুয়ারি
- আপডেট সময় : ০৪:৫৯:২৯ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩ ১১১ বার পড়া হয়েছে
বিদ্যালয়ে পড়ুয়া খুদে ডাক্তারদের মাধ্যমে ‘শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা’ কার্যক্রম শুরু হচ্ছে। আগামী ৫ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এ কার্যক্রম পরিচালিত হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের ওজন, উচ্চতা ও দৃষ্টিশক্তি পরীক্ষা করার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। রোববার (২২ জানুয়ারি) মাউশির দেওয়া এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার অধীন ফাইলেরিয়াসিস নির্মূল, কৃমি নিয়ন্ত্রণ ও খুদে ডাক্তার কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৫ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত মাধ্যমিক পর্যায়ের সব বিদ্যালয়ে খুদে ডাক্তারের মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষার কার্যক্রম অনুষ্ঠিত হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে খুদে ডাক্তারের দল গঠন এবং তাদের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা একটি অভিনব কার্যক্রম, এতে শিক্ষার্থীদের অনুপ্রাণিত হওয়া, দলগতভাবে কাজ করা, এমনকি সুশৃঙ্খলভাবে জীবন গড়ার সুযোগ রয়েছে।