কোনো বিদেশি শক্তি ক্ষমতায় বসাতে পারবে না: কামরুল

- আপডেট সময় : ১০:০৫:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩ ১১৮ বার পড়া হয়েছে
কোন বিদেশি কাউকে দেশের ক্ষমতায় বসাতে পারবে না বলে মনে করেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। এদেশের জনগণের ভোটেই ক্ষমতায় যেতে হবে বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার (৩১ মার্চ) সকালে ঢাকার কেরানীগঞ্জের রেড রোজ পার্টি সেন্টারে কালিন্দি ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বিএনপির সমালোচনা করে সাবেক এই মন্ত্রী বলেন, আগামী নির্বাচনে তারা না এলে অস্তিত্ব সংকটে পড়বে।
শেখ হাসিনার কোনো বিকল্প নেই জানিয়ে তিনি বলেন, বৈশ্বিক সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবেলায় শেখ হাসিনার কোনো বিকল্প নেই বলে জনগণ বিশ্বাস করে। বাংলাদেশের সাধারণ মানুষ শেখ হাসিনাকেই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। দেশের উন্নয়ন কেবল শেখ হাসিনার মাধ্যমে হতে পারে। তাঁর বলিষ্ঠ নেতৃত্বেই বাংলাদেশ উন্নতির শিখরে।
স্বাধীনতা দিবসের আলোচনা সভা শেষে সহস্রাধিক দরিদ্র মানুষের মধ্যে খাদ্যসামগ্রী তুলে দেন ওই এলাকার সংসদ সদস্য কামরুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মস্তান হোসেন। উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব, সহ-সভাপতি শফিউল আজম খান বাড়কুসহ আওয়ামী লীগের নেতারা।