কূটনীতিক মিশন পুনরায় চালু করতে ইরানে সৌদি কর্মকর্তারা
- আপডেট সময় : ১০:২৯:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩ ৮৪ বার পড়া হয়েছে
কূটনীতিক মিশন পুনরায় চালু করতে ইরানে গেছেন সৌদি আরবের সরকারি কর্মকর্তারা। শনিবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তেহরানে রিয়াদের দূতাবাস এবং মাশহাদের কনস্যুলেট পুনরায় চালুর পদ্ধতি নিয়ে আলোচনা করতে তাদের কর্মকর্তারা ইরানে পৌঁছেছেন।
এর আগে ইরান ও সৌদি আরব তাদের কূটনীতিক সম্পর্কের সমস্যাগুলোর অবসান ঘটাতে এবং মার্চ মাসে তাদের কূটনীতিক মিশন পুনরায় চালু করতে সম্মত হয়েছিল। চীন দুই দেশের মধ্যে সম্পর্ক পুনরুদ্ধারের জন্য একটি চুক্তির মধ্যস্থতার পরে তাদের মধ্যেকার দূরত্বের অবসান ঘটে।
ইরান ও সৌদি আরবের মধ্যে সমঝোতা করতে সহায়তা করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এর মাধ্যমে সৌদি আরব তার প্রতিবেশী দেশ ইরানের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করে। এর আগে ২০১৬ সালে দু’দেশ তাদের সম্পর্ক ছিন্ন করে।
সৌদি প্রেস এজেন্সির উদ্ধৃতি দিয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দুই দেশের মধ্যে ১০ মার্চে হওয়া ত্রিপক্ষীয় চুক্তি বাস্তবায়নের একটি অংশ হচ্ছে শনিবারের এ সফর।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, শনিবারই সৌদি প্রতিনিধিদলটির সদস্যরা ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যতম মহাপরিচালক মেহদি হুনারদুস্তের সঙ্গে সাক্ষাৎ করেন। সাত বছর বিরতির পর ইরান ও সৌদি আরব আনুষ্ঠানিকভাবে তাদের কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করার দু’দিনের মাথায় সৌদি প্রতিনিধি দলটি তেহরান সফরে এসেছে।
গত বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান চীনের রাজধানী বেইজিং-এ সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আলে সৌদের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই সাক্ষাতে দু’দেশের মধ্যে কূটনীতিক সম্পর্ক পুনঃস্থাপনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
২০১৬ সালের জানুয়ারি মাসে ইরানের সঙ্গে সৌদি আরবের কূটনীতিক সম্পর্ক ছিন্ন হয়। কয়েক বছর পরিস্থিতি অপরিবর্তিত থাকার পর বিগত বছরগুলোতে ইরাকের রাজধানী বাগদাদে ইরান ও সৌদি কূটনীতিকরা অন্তত পাঁচবার দ্বিপক্ষীয় সম্পর্ক আবার চালু করার লক্ষ্যে আলোচনায় মিলিত হন। কিন্তু সেসব আলোচনা কাঙ্ক্ষিত ফল দিতে পারেনি।
সূত্র : আরব নিউজ, প্রেস টিভি