ঢাকা ১০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪, ১০ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

কাদের-চুন্নুকে বাদ নয়, পদ থেকে সরানো হয়েছে : রওশন

দেশের আওয়াজ ডেস্কঃ
  • আপডেট সময় : ১১:৫৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪ ৩৮ বার পড়া হয়েছে

জি এম কাদের এবং মুজিবুল হক চুন্নুকে দল থেকে বাদ দেওয়া হয়নি, তাদের শুধু পদ থেকে সরানো হয়েছে বলে জানিয়েছেন নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান দাবি করা রওশন এরশাদ।

দলে কোনো বিভেদ নেই জানিয়ে এরশাদপত্নী বলেন, পল্লীবন্ধু এরশাদের প্রতি অনুরক্ত নেতা-কর্মীদের মধ্যে কোনো মতানৈক্য নেই। জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মী ঐক্যবদ্ধ আছে এবং থাকবে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে জাতীয় মহিলা পার্টির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কাল এসব কথা বলেন রওশন এরশাদ।

জাপার দুই নেতার প্রতি ইঙ্গিত করে এরশাদপত্নী বলেন, তাদের (জিএম কাদের ও চুন্নু) ব্যর্থতার জন্য পার্টিতে বিপর্যয় নেমে এসেছিল। ওই দুইজনকে শুধুমাত্র তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, দল থেকে বাদ দেওয়া হয়নি। তারা সংসদে জাতীয় পার্টির প্রতিনিধিত্ব করবেন। আশা করি সেখানে তারা যোগ্যতার প্রমাণ দিতে পারবেন।

রওশন এরশাদ আরও বলেন, একটি মহল জাতীয় পার্টিতে এরশাদ ভক্তদের কোণঠাসা করে রেখেছিল, তারা দলের অনেক ক্ষতি করেছে। কিন্তু এরশাদের প্রতি অনুরক্ত নেতাকর্মীদের মধ্যে কোনো মতানৈক্য নেই। যারা পল্লীবন্ধুকে মুছে ফেলতে চায় তারা আলাদা থাকতে পারে। আমি কোনোভাবেই পার্টিকে ছোট করতে পারি না।

দলকে সঠিক পথে নিয়ে আসতে আগামী ৯ মার্চ জাতীয় পার্টির কাউন্সিলের মধ্যদিয়ে যোগ্য নেতৃত্ব বেছে নেওয়া হবে বলে জানান তিনি।

সামনের দিনে দলকে শক্তিশালী করতে ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহবান জানান রওশন এরশাদ।

মতবিনিময় সভায় বক্তব্যর দেওয়ার পর সাদ এরশাদ মাইক এগিয়ে দিলে রওশন এরশাদ জাতীয় পার্টির দলীয় সংগীত গাইতে শুরু করেন। তিনি গেয়ে ওঠেন, ‘নতুন বাংলাদেশ গড়ব মোরা, নতুন করে আজ শপথ নিলাম।’ তখন উপস্থিত নেতাকর্মীরাও তার সঙ্গে সুর মেলান।

জাতীয় মহিলা পার্টির যুগ্ম মহিলা বিষয়ক সম্পাদক শাহনাজ পারভীনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- জাপার রওশনপন্থী মহাসচিব কাজী মামুনুর রশীদ, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সফিকুল ইসলাম সেন্টু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কাদের-চুন্নুকে বাদ নয়, পদ থেকে সরানো হয়েছে : রওশন

আপডেট সময় : ১১:৫৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪

জি এম কাদের এবং মুজিবুল হক চুন্নুকে দল থেকে বাদ দেওয়া হয়নি, তাদের শুধু পদ থেকে সরানো হয়েছে বলে জানিয়েছেন নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান দাবি করা রওশন এরশাদ।

দলে কোনো বিভেদ নেই জানিয়ে এরশাদপত্নী বলেন, পল্লীবন্ধু এরশাদের প্রতি অনুরক্ত নেতা-কর্মীদের মধ্যে কোনো মতানৈক্য নেই। জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মী ঐক্যবদ্ধ আছে এবং থাকবে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে জাতীয় মহিলা পার্টির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কাল এসব কথা বলেন রওশন এরশাদ।

জাপার দুই নেতার প্রতি ইঙ্গিত করে এরশাদপত্নী বলেন, তাদের (জিএম কাদের ও চুন্নু) ব্যর্থতার জন্য পার্টিতে বিপর্যয় নেমে এসেছিল। ওই দুইজনকে শুধুমাত্র তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, দল থেকে বাদ দেওয়া হয়নি। তারা সংসদে জাতীয় পার্টির প্রতিনিধিত্ব করবেন। আশা করি সেখানে তারা যোগ্যতার প্রমাণ দিতে পারবেন।

রওশন এরশাদ আরও বলেন, একটি মহল জাতীয় পার্টিতে এরশাদ ভক্তদের কোণঠাসা করে রেখেছিল, তারা দলের অনেক ক্ষতি করেছে। কিন্তু এরশাদের প্রতি অনুরক্ত নেতাকর্মীদের মধ্যে কোনো মতানৈক্য নেই। যারা পল্লীবন্ধুকে মুছে ফেলতে চায় তারা আলাদা থাকতে পারে। আমি কোনোভাবেই পার্টিকে ছোট করতে পারি না।

দলকে সঠিক পথে নিয়ে আসতে আগামী ৯ মার্চ জাতীয় পার্টির কাউন্সিলের মধ্যদিয়ে যোগ্য নেতৃত্ব বেছে নেওয়া হবে বলে জানান তিনি।

সামনের দিনে দলকে শক্তিশালী করতে ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহবান জানান রওশন এরশাদ।

মতবিনিময় সভায় বক্তব্যর দেওয়ার পর সাদ এরশাদ মাইক এগিয়ে দিলে রওশন এরশাদ জাতীয় পার্টির দলীয় সংগীত গাইতে শুরু করেন। তিনি গেয়ে ওঠেন, ‘নতুন বাংলাদেশ গড়ব মোরা, নতুন করে আজ শপথ নিলাম।’ তখন উপস্থিত নেতাকর্মীরাও তার সঙ্গে সুর মেলান।

জাতীয় মহিলা পার্টির যুগ্ম মহিলা বিষয়ক সম্পাদক শাহনাজ পারভীনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- জাপার রওশনপন্থী মহাসচিব কাজী মামুনুর রশীদ, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সফিকুল ইসলাম সেন্টু প্রমুখ।