কাজ না করেই ২ কোটি টাকা আয়
- আপডেট সময় : ০৯:৫৯:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩ ১১৮ বার পড়া হয়েছে
১ বছর কোনো কাজ না করেই ১ লাখ ৯০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৯৯ লাখ ৮৭ হাজার টাকা) উপার্জন করেছিলেন মেটার সাবেক কর্মী মাডেলিন মাচাডো।
সম্প্রতি টিকটকের একটি ভিডিওতে নিজেই এ কথা জানিয়েছেন মাচাডো।
ভিডিওতে মাচাডো বলেছেন, ‘প্রথম ছয় মাস এমনকি প্রথম বছর পর্যন্ত আমাদের কাছ থেকে কাউকে নিয়োগ দেওয়ার প্রত্যাশা করা হয়নি। সত্যিকার অর্থে বিষয়টি জেনে আমার মাথা ঘুরে গিয়েছিল। যথাযথভাবে বলতে গেলে আমি ভেবেছিলাম এক বছর এভাবেই কাটিয়ে দিতে পারব। তবে আমি তা
মাচাডো আরও বলেছেন, বিভিন্ন বিষয়ে জ্ঞান আহরণ করে তার দিন কেটে যেত। মেটার কর্মী নিয়োগ ও তাদের প্রশিক্ষণের পদ্ধতি সব থেকে সেরা বলেও উল্লেখ করেন তিনি। তবে সাবেক এ কর্মী মেটায় অনুষ্ঠিত কিছু বৈঠকের সমালোচনা করেছেন।
মাচাডো বলেন, ‘আরও আশ্চর্যজনক বিষয় হলো, ওই সময়ে সবচেয়ে বেশি বৈঠক করতে হয়েছে। দলগতভাবে অনেক বৈঠক হয়েছে। কেন আমরা বৈঠক করছি? কাউকে নিয়োগ দিচ্ছি না। অন্য প্রতিষ্ঠানও কাউকে নিয়োগ দিচ্ছে না সে কথা শুনতেই বৈঠক করতে হতো। তা ছাড়া আমি এমন একটা দলে ছিলাম যেখানে সবাই নতুন কর্মী ছিলেন। সুতরাং আমরা কেউই কাউকে নিয়োগ দিতে পারিনি।’
কয়েক দিন আগে লিংকডইনেও একই ধরনের ব্যাখ্যা দিয়েছিলেন মাচাডো। তিনি বলেন, ‘মেটায় থাকাকালে প্রথম ছয় মাস আমি কাউকে নিয়োগ দেওয়ার আশা করিনি। প্রথম ছয় মাস পড়াশোনা ছাড়া আমি আর কিছুই করিনি।’
প্রসঙ্গত ২০২১ সালে মাডেলিন মাচাডো মেটায় নিয়োগ কর্মকর্তা হিসেবে নিযুক্ত ছিলেন।