সংবাদ শিরোনাম ::
কাউকে আক্রমণ করলে সমুচিত জবাব দেয়া হবে: ওবায়দুল কাদের
দেশের আওয়াজ ডেস্কঃ
- আপডেট সময় : ০৬:৪৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২ ১৬১ বার পড়া হয়েছে
বিএনপির গণমিছিল কিংবা আন্দোলন থেকে কাউকে আক্রমণ করলে সমুচিত জবাব দেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর শ্যামলীতে শান্তি সমাবেশে এমন মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, বিএনপি অনেক বাড়াবাড়ি করেছে আগামী এক বছর কোনো ছাড় নয়। বিএনপির আন্দোলন নিয়ে আওয়ামী লীগ সর্তক পাহারায় আছে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা কাউকে আক্রমণ করবে না। তবে আক্রান্ত হলেই সমুচিত জবাব দেয়া হবে। যারা নষ্ট রাজনীতি করে তারা রাষ্ট্র মেরামত করতে পারে না বরং ধ্বংস করে বলেও মন্তব্য করেন তিনি।