কলম্বিয়ার কাছে হেরে আর্জেন্টিনার বিদায়

- আপডেট সময় : ০৭:১২:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩ ১২৮ বার পড়া হয়েছে
জুনিয়র কোপা আমেরিকায় টিকে থাকার লড়াইয়ে কলম্বিয়ার বিপক্ষে হেরে গেল আর্জেন্টিনার যুবারা। কলম্বিয়ান তরুণ মিডফিল্ডার জুয়ান্দা ফুয়েন্তেসের একমাত্র গোলে ফাইনাল রাউন্ড নিশ্চিত করেছে স্বাগতিকরা। এই হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিল মেসি-ডি মারিয়াদের অনুসারীরা।
শনিবার (২৮ জানুয়ারি) এস্তাদিও পাসকুয়াল গুয়েরেরো স্টেডিয়ামে স্বাগতিক কলম্বিয়ার মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। কিন্তু বারবার আক্রমণে গিয়েও জালের ঠিকানা খুঁজে নিতে পারছিল না লে আলবিসেলেস্তেরা। এতে গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল।
বিরতি থেকে ফিরে ম্যাচে দ্বিতীয়ার্ধের ৭৫তম মিনিটে কাস্টিল্লিলো মানোমার অ্যাসিস্টে গোল করেন মিডফিল্ডার জুয়ান্দা ফুয়েন্তেস। এই গোলের সঙ্গে সঙ্গেই আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। শেষ পর্যন্ত আর গোল না হলে আর্জেন্টিনার বিদায়ে কলম্বিয়া পরের রাউন্ড নিশ্চিত করে। যদিও ড্র হলেও স্বাগতিকদের পরের রাউন্ড নিশ্চিত ছিল।
পরের রাউন্ডে যেতে হলে এই ম্যাচে আর্জেন্টিনার যুবাদের জয়ের বিকল্প ছিল না। ম্যাচে সব দিক দিয়েই এগিয়ে ছিল আর্জেন্টিনার যুবারা। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখাটাই পায়নি জুনিয়র কোপা আমেরিকা খ্যাত পাঁচবারের চ্যাম্পিয়নরা। ফলে মাত্র এক জয় নিয়েই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হল আর্জেন্টিনার যুবাদের।