কলমা ইউপি সেচ্ছাসেবক লীগের সভাপতি তানভীর সম্পাদক আপেল
- আপডেট সময় : ০৫:২৩:২১ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩ ১১৮ বার পড়া হয়েছে
রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত করা হয়েছে।
শনিবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় কলমা ইউপির বিল্লি উচ্চ বিদ্যালয় মাঠে এ ত্রি বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের আহবায়ক আবু জাফর মাহমুদ আপেলের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক শামসুল ইসলাম।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা সেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রামিল হাসান সুইট।
এছাড়াও অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু বাক্কার।
বিশিষ্ট সমাজসেবক ও তরুণ আওয়ামী লীগ নেতা আবুল বাসার সুজন, সাবেক ছাত্র লীগ নেতা আব্দুল বারী প্রমূখ।
বিকেলে সভার প্রথম অধিবেশন শুরু হয় এবং ইফতার শেষে সভার দ্বিতীয় অধিবেশনে নতুন সেচ্ছাসেবক লীগের কমিটির সভাপতি ও সম্পাদক ঘোষণা করা হয়।
এসময় কলমা ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিকী সম্মেলনে তানভীর রেজাকে সভাপতি ও আবু জাফর মাহমুদ আপেলকে সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মোহাম্মদ দীনার কে নির্বাচিত করা হয়।