কবির হোসেন’র মৃত্যুতে রাজশাহী মহানগর বিএনপি’র তিন দিনের শোক ঘোষনা

- আপডেট সময় : ১১:০৯:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩ ১৪৬ বার পড়া হয়েছে
রাজশাহীর তথা উত্তর বঙ্গের বর্ষিয়ান নেতা, বিএনপি’র তিন বারের সাবেক সংসদ সদস্য এডভোকেট কবির হোসেন এর মৃত্যুতে তিন দিনের শোক ঘোষনা করেছে রাজশাহী মহানগর বিএনপি। এ লক্ষে বিএনপি দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনিমিত, কালো পাতাকা উত্তোলন ও কালোব্যাজ ধারন করা হয়েছে। বিএনপি’র আহ্বায়ক কমিটির সিদ্ধান্তে এই উদ্যোগ গ্রহন করা হয়েছে বলে জানান গেছে।
এই বিষয়ে রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা আলী বলেন, এডভোকেট কবির হোসেন ছিলেন বিএনপির নিবেদিত প্রান। তিনি প্রতিষ্ঠাকাল থেকে মৃত্যু পর্যন্ত এই দলের সাথেই ছিলেন। হয়েছিলেন তিনবার সংসদ সদস্য এবং দুইবার প্রতিমন্ত্রী। তিনি একবার এলজিআরডি প্রতিমন্ত্রী ও ভূমি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি দীর্ঘদিন থেকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্ষিয়ান এই নেতার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এই উদ্যোগ মহানগর বিএনপি’র পক্ষ থেকে নেয়া হয়েছে বলে জানান ঈশা। সেইসাথে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকায়িত পরিবারের প্রতি সমবেদনা জানান।