সংবাদ শিরোনাম ::
এমপির সংবাদ বর্জনের ঘোষণা পুঠিয়া উপজেলা প্রেস ক্লাবের
নিজস্ব প্রতিবেদক :
- আপডেট সময় : ০৩:৪২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩ ১৫০ বার পড়া হয়েছে
রাজশাহীর পুঠিয়ায় সংসদ সদস্য প্রফেসর ডাঃ মোঃ মনসুর রহমান এর সংবাদ বর্জন করেছে পুঠিয়া উপজেলা প্রেসক্লাব। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলা সদরে পুঠিয়া পিএন উচ্চ বিদ্যালয়ে আয়োজিত ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পে এই ঘটনা ঘটে।
রাজশাহী জেলার পুঠিয়া উপজেলা সদরে পুঠিয়া পিএন উচ্চ বিদ্যালয়ে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য প্রফেসর ডাঃ মোঃ মনসুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে ও উদ্যোগে চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। সেখানে সরকার অনুমোদনবিহীন এবং ফেসবুক পেজ এর ক্রিয়েটরদের প্রধান্য দেওয়ায় পুঠিয়া উপজেলা প্রেসক্লাব সংবাদ বর্জন করে চলে যায়। সেই অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইতিমধ্যে পুঠিয়া উপজেলার সংবাদ বর্জন করেছে পুঠিয়া উপজেলা প্রেসক্লাব। সেটা বর্তমানে চলমান রয়েছে।