এবারই শেষ নয়, আগামী আইপিএলেও খেলবেন ধোনি
- আপডেট সময় : ০৬:৪৪:১৩ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩ ১০৬ বার পড়া হয়েছে
মাহেন্দ্র সিং ধোনি ভারতীয় ক্রিকেটের এক মহাতারকা। জাতীয় দলের হয়ে খেলা ছেড়েছেন কয়েক বছর হলো। তবে এখনো আইপিএলে নিয়মিত খেলে যাচ্ছেন মিস্টার ক্যাপ্টেন কুল। ৪১ বছর বয়সী এই তারকা ক্রিকেটারের এটাই শেষ আইপিএল বলে ধারণা ক্রিকেট বিশ্লেষক ও ভক্তদের। কিন্তু এখনই যে ক্রিকেটকে গুডবাই বলছেন না ধোনি তা আজ নিজেই স্পষ্ট করেছেন।
একানা স্টেডিয়ামে আজ আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে মাঠে নামে ধোনির চেন্নাই সুপার কিংস। টস করতে এসে সমর্থকদের আনন্দে ভাসিয়েছেন এমএসডি। টস করার সময় ধারাভাষ্যকার ড্যানি মরিসনের এক প্রশ্নের জবাবে দুইটি বিশ্বকাপজয়ী এই তারকা খেলা চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন।
টসের সময় ড্যানি মরিসন নিজ থেকে বলেন ‘এটাই ধোনির শেষ আইপিএল’। জবাবে ধোনি হাসতে হাসতে বলেন, তুমি সিদ্ধান্ত নিয়েছ যে এটা আমার শেষ (আইপিএল)। এরপর সমর্থকদের উদ্দেশ্যে সজোড়ে মরিসন বলেন, ‘ধোনি যে ফিরবে, আমি জানতাম। আমার দারুণ লাগছে। (গ্যালারির দিকে তাকিয়ে) ও পরের বছর ফিরছে। ঠিক আছে! ও পরের বছরও খেলতে আসছে।’
ঠিক তখনই একানা স্টেডিয়ামের সমর্থকরা আনন্দে ভেসে উঠে। পুরো মাঠ এতোটাই উচ্ছ্বসিত হয়ে পড়ে যেন মনে হচ্ছিল আর দরকার নেই ম্যাচের। যে দলই হারুক বা জিতুক, আজ দর্শকদের জিতিয়ে দিয়েছেন ধোনি। কারণ ২০২৪ সালের আইপিএলেও ফিরে আসার ইঙ্গিত দিয়েছেন ‘ক্যাপ্টেন কুল’।
ধোনির টসের সময়ের ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। সমর্থকরা আনন্দের সঙ্গে তা শেয়ারও দিচ্ছেন। এমন সুখবরের দিনে বৃষ্টির বাগড়ায় ম্যাচ পণ্ড হলেও বল হাতে ধোনির চেন্নাই সুপার কিংস সুপার জায়ান্টসের উপর আধিপত্য বিস্তার করে। ১৯.২ ওভারে ৭ উইকেট হারিয়ে লখনউ ১২৫ রান করলে বৃষ্টির বাগড়ায় ম্যাচটি আর মাঠে গড়ায় নি।
ধোনির পরবর্তী আইপিএল খেলার ইঙ্গিতে ভক্তরা আনন্দে ভাসলেও আসলেই কি ধোনি এই মৌসুম পর আর আইপিএল খেলবেন সেই প্রশ্ন থেকেই গেল।