এক সিনেমায় দীপিকা-ক্যাটরিনা?
- আপডেট সময় : ০২:৪৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩ ১০৮ বার পড়া হয়েছে
‘পাঠান’-এর বাজিমাতের পর স্পাই ইউনিভার্স করার কথা জানিয়েছিলেন প্রযোজনা প্রতিষ্ঠান ইয়াশ রাজ ফিল্মস (ওয়াইআরএফ)। এবার তারা নারীকেন্দ্রিক সিনেমার কথা ভাবছে বলে জানা গেছে। আর সেই সিনেমায় অভিনয় করতে পারেন দীপিকা পাডুকোন ও ক্যাটরিনা কাইফ।
চিত্রনাট্যকার শ্রীধর রাঘবন ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে দীপিকা ও ক্যাটরিনাকে নিয়ে নারীকেন্দ্রিক স্পাই সিনেমার চিত্রনাট্যের পরিকল্পনার জানিয়েছেন।
চিত্রনাট্যকারের ভাষ্যে, ‘বলিউডে এমন গল্প নিয়ে আগে কাজ হয়নি। আমার বিশ্বাস, আমরা সেই অভাব পূরণ করতে পারব। তাই নারীকেন্দ্রিক একটি স্পাই থ্রিলার নির্মাণের পরিকল্পনা করছি। শাহরুখ, সালমান, হৃতিক, দীপিকা ও ক্যাটরিনার মতো স্পাই ইউনিভার্সের গুরুত্বপূর্ণ চরিত্রগুলো নিয়ে আরও প্রকল্প ভাবা যেতে পারে।’
পাঠানে শাহরুখের সাথে অ্যাকশনে ঝড় তোলেন দীপিকা। অন্যদিকে ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজিতে গুরুত্বপূর্ণ মুখ ছিলেন ক্যাটরিনা। দীপিকা এখন ‘ফাইটার’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত। শাহরুখের পরবর্তী সিনেমা ‘জাওয়ান’-এও আছেন তিনি।