ঈদ শুভেচ্ছায় দলীয় প্রধানের নির্দেশনা মানার আহ্বান আমুর
- আপডেট সময় : ০৭:৩১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩ ৮৮ বার পড়া হয়েছে
মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৪ দলের পক্ষ থেকে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু। একই সঙ্গে শুভেচ্ছা বার্তায়, নেতাকর্মীদের দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মানার আহ্বান জানিয়েছেন তিনি।
এক শুভেচ্ছা বার্তায় আমির হোসেন আমু দেশবাসীর শান্তি ও সমৃদ্ধি কামনা করে সমাজের ধনী-গরিব ধর্ম-বর্ণ, গোত্র ও জাতিগোষ্ঠী সম্প্রদায় নির্বিশেষে সবাইকে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মধ্য দিয়ে ঈদের খুশি ভাগাভাগি করে নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।
আমির হোসেন আমু বলেন, বৈশ্বিক সংকট সত্ত্বেও ঈদকে আনন্দময় করে তুলতে হতদরিদ্র ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে ঈদসামগ্রী পৌঁছে দিয়েছে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার।
বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং নারী ও শিশুসহ সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর কল্যাণে নেওয়া সরকারের কর্মসূচির উপকারভোগীদের খোঁজখবর নিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশনা সফল বাস্তবায়ন করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
একই শুভেচ্ছা বার্তায় আমির হোসেন আমু তার নির্বাচনী এলাকা ঝালকাঠি, নলছিটির জনগণকেও ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।