সংবাদ শিরোনাম ::
ঈদের দ্বিতীয় দিনে মহানন্দা ব্রিজের উপরে কিশোরকে কুপিয়ে হত্যা, আহত এক

আতিকুল্লাহ আরিফ, চাঁপাইনবাবগঞ্জঃ
- আপডেট সময় : ০৩:৩৩:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩ ১১৫ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ফাহাদ আলী ও ইমন আলী নামের দুই যুবককে চাকু দিয়ে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার ফাহাদকে মৃত ঘোষণা করেন এবং ইমনের অবস্থা আশংকাজনক হওয়ায় জরুরি বিভাগের ডাক্তার তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে, রাজশাহী মেডেকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
রোববার (২৩ এপ্রিল) ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যায় সদর এলাকার বারোঘরিয়ার মহানন্দা ব্রিজের উপর এ ঘটনা ঘটে।।
নিহত যুবক চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মসজিদ পাড়া মহল্লার মহিদুল ইসলামের ছেলে ও আহত ইমন একই মহল্লার আশরাফুল ইসলামের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।