ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ইসরায়েলে আটক শহিদুল আলমকে মুক্ত করতে তুরস্কের সহায়তায় উদ্যোগ

দেশের আওয়াজ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৩৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫ ২৬ বার পড়া হয়েছে

ফিলিস্তিনগামী মানবিক সহায়তার নৌবহর ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি)’ থেকে আটক হওয়ার পর ইসরায়েলের কারাগারে বন্দী আছেন বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী ড. শহিদুল আলম। তাকে মুক্ত করতে এখন তুরস্কের সহায়তায় কূটনৈতিক প্রচেষ্টা চলছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হক গণমাধ্যমকে জানান, তুরস্কের কর্তৃপক্ষ শুক্রবার (১০ অক্টোবর) ড. শহিদুল আলমকে বিশেষ ফ্লাইটে আঙ্কারায় নিয়ে আসার সম্ভাবনা প্রকাশ করেছে। তবে এখনো শতভাগ নিশ্চয়তা পাওয়া যায়নি।

রাষ্ট্রদূত জানান, শহিদুল আলমকে আটক করার পর বাংলাদেশ সরকার তাৎক্ষণিকভাবে জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত দূতাবাসগুলোকে সংশ্লিষ্ট দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের নির্দেশ দেয়। পরবর্তীতে দূতাবাসগুলো নিরবচ্ছিন্ন কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে তার মুক্তি নিশ্চিত করার লক্ষ্যে।

সূত্র জানায়, শহিদুল আলম ইসরায়েলি কর্তৃপক্ষের দ্বারা ‘অবৈধভাবে আটক’ হয়েছেন বলে বাংলাদেশ সরকার মনে করছে। এ বিষয়ে আঙ্কারাসহ একাধিক আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যোগাযোগ রাখছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

ড. শহিদুল আলম ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি)-এর সদস্য হিসেবে গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর উদ্দেশ্যে নৌবহরে যোগ দিয়েছিলেন। তবে ইসরায়েলি নৌবাহিনী আন্তর্জাতিক জলসীমায় নৌযানটি অবরোধ ও জব্দ করে বলে জানা গেছে।

বাংলাদেশ সরকার জানিয়েছে, শহিদুল আলমের নিরাপত্তা ও দ্রুত মুক্তি নিশ্চিত করতে সব ধরনের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইসরায়েলে আটক শহিদুল আলমকে মুক্ত করতে তুরস্কের সহায়তায় উদ্যোগ

আপডেট সময় : ০১:৩৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

ফিলিস্তিনগামী মানবিক সহায়তার নৌবহর ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি)’ থেকে আটক হওয়ার পর ইসরায়েলের কারাগারে বন্দী আছেন বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী ড. শহিদুল আলম। তাকে মুক্ত করতে এখন তুরস্কের সহায়তায় কূটনৈতিক প্রচেষ্টা চলছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হক গণমাধ্যমকে জানান, তুরস্কের কর্তৃপক্ষ শুক্রবার (১০ অক্টোবর) ড. শহিদুল আলমকে বিশেষ ফ্লাইটে আঙ্কারায় নিয়ে আসার সম্ভাবনা প্রকাশ করেছে। তবে এখনো শতভাগ নিশ্চয়তা পাওয়া যায়নি।

রাষ্ট্রদূত জানান, শহিদুল আলমকে আটক করার পর বাংলাদেশ সরকার তাৎক্ষণিকভাবে জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত দূতাবাসগুলোকে সংশ্লিষ্ট দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের নির্দেশ দেয়। পরবর্তীতে দূতাবাসগুলো নিরবচ্ছিন্ন কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে তার মুক্তি নিশ্চিত করার লক্ষ্যে।

সূত্র জানায়, শহিদুল আলম ইসরায়েলি কর্তৃপক্ষের দ্বারা ‘অবৈধভাবে আটক’ হয়েছেন বলে বাংলাদেশ সরকার মনে করছে। এ বিষয়ে আঙ্কারাসহ একাধিক আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যোগাযোগ রাখছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

ড. শহিদুল আলম ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি)-এর সদস্য হিসেবে গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর উদ্দেশ্যে নৌবহরে যোগ দিয়েছিলেন। তবে ইসরায়েলি নৌবাহিনী আন্তর্জাতিক জলসীমায় নৌযানটি অবরোধ ও জব্দ করে বলে জানা গেছে।

বাংলাদেশ সরকার জানিয়েছে, শহিদুল আলমের নিরাপত্তা ও দ্রুত মুক্তি নিশ্চিত করতে সব ধরনের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।