ইভ্যালির রাসেল শামিমার বিচার শুরু

দেশের আওয়াজ ডেস্কঃ
  • আপডেট সময় : ১২:১৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩ ৫৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রতারণার মামলায় আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামিমা নাসরিনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

বৃহস্পতিবার (২ মার্চ) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালত এ অভিযোগ গঠন করেন। এর মধ্য দিয়ে মামলাটির আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

এদিন ইভ্যালির সিইও রাসেলকে আদালতে হাজির করা হয়। অন্যদিকে তার সহধর্মিণী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা আদালতে উপস্থিত হননি। ফলে আদালত ডিজিটাল নিরাপত্তা আইনের ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৯ এপ্রিল দিন ধার্য করা হয়।

এর আগে, প্রতারণার অভিযোগে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর আলমগীর হোসেন নামে এক গ্রাহক বাদী হয়ে ইভ্যালির রাসেল ও শামীমার বিরুদ্ধে রাজধানীর বাড্ডা থানায় মামলা করেন। এতে পণ্যক্রয় বাবদ ২৮ লক্ষাধিক টাকা পরিশোধের পরও পণ্য না পাওয়ার অভিযোগ আনা হয়। মামলাটি তদন্ত শেষে ২০২২ সালের ১৬ সেপ্টেম্বর দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে সিআইডি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইভ্যালির রাসেল শামিমার বিচার শুরু

আপডেট সময় : ১২:১৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩

প্রতারণার মামলায় আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামিমা নাসরিনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

বৃহস্পতিবার (২ মার্চ) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালত এ অভিযোগ গঠন করেন। এর মধ্য দিয়ে মামলাটির আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

এদিন ইভ্যালির সিইও রাসেলকে আদালতে হাজির করা হয়। অন্যদিকে তার সহধর্মিণী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা আদালতে উপস্থিত হননি। ফলে আদালত ডিজিটাল নিরাপত্তা আইনের ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৯ এপ্রিল দিন ধার্য করা হয়।

এর আগে, প্রতারণার অভিযোগে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর আলমগীর হোসেন নামে এক গ্রাহক বাদী হয়ে ইভ্যালির রাসেল ও শামীমার বিরুদ্ধে রাজধানীর বাড্ডা থানায় মামলা করেন। এতে পণ্যক্রয় বাবদ ২৮ লক্ষাধিক টাকা পরিশোধের পরও পণ্য না পাওয়ার অভিযোগ আনা হয়। মামলাটি তদন্ত শেষে ২০২২ সালের ১৬ সেপ্টেম্বর দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে সিআইডি।