ইবিতে অষ্টম মেধাতালিকার ভর্তি শেষে ৪০৮ আসন ফাঁকা
- আপডেট সময় : ১০:৫৪:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩ ১৩০ বার পড়া হয়েছে
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অষ্টম মেধাতালিকার ভর্তি শেষে এখনো ৪০৮টি আসন ফাঁকা রয়েছে। এবারের মেধাতালিকা থেকে ৭৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী ভর্তি হয়েছেন। এদিকে শূন্য আসন পূরণে শুক্রবার (২০ জানুয়ারি) নবম মেধাতালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ তালিকায় বিষয়প্রাপ্তদের আগামী রোববারে ভর্তি সম্পন্ন করতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর ও আইসিটি সেল সূত্রে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অষ্টম মেধাতালিকার ভর্তি শেষে ‘এ’ ইউনিটে ৩০৫টি, ‘বি’ ইউনিটে ৬৮টি ও ‘সি’ ইউনিটে ৩৫টি মোট ৪০৮টি আসন খালি রয়েছে। শূন্য আসন পূরণের লক্ষ্যে নবম মেধাতালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
মেধা তালিকায় স্থান পাওয়া ভর্তিচ্ছুদের আগামী ২২ জানুয়ারি অফিস চলাকালীন ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে। এছাড়া নবম মেধা তালিকার ভর্তি শেষে আসন খালি থাকলে দশম মেধাতালিকা প্রকাশ করবে কর্তৃপক্ষ।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (iu.ac.bd) পাওয়া যাবে।