ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০২৪, ৯ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

ইউক্রেনে ৪০০ মিলিয়ন ডলারের সহায়তার ঘোষণা যুক্তরাষ্ট্র-জার্মানির

আন্তর্জাতিক ডেস্কঃ
  • আপডেট সময় : ০৮:০৯:১১ পূর্বাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩ ৬৯ বার পড়া হয়েছে

গত বছর ইউক্রেনে শুরু করা ‘সামরিক অভিযানের’ জন্য রাশিয়াকে শাস্তি দেয়ার অঙ্গীকার নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও জার্মানির চ্যান্সেলর ওলাফ শুলজ।

এ ছাড়া ইউক্রেনকে অস্ত্রের পাশাপাশি নতুন করে ৪০০ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও জার্মানি।

শুক্রবার (৩ মার্চ) ওয়াশিংটনে ঝটিকা সফরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। একই সঙ্গে রাশিয়াকে অস্ত্র সরবরাহ করলে চীনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারিও দেন দুই নেতা।

শুক্রবার হোয়াইট হাউজের ওভাল হাউজে এক বৈঠকে তারা দুই জন এসব বিষয়ে একমত হন বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।

সেখানে তারা এক ঘণ্টারও বেশি সময় ধরে আলোচনা করেন।

বাইডেন প্রশাসনের জ্যেষ্ঠ এক কর্মকর্তার বরাতে রয়টার্স জানায়, আমেরিকার প্রেসিডেন্ট ও জার্মানির চ্যান্সেলরের একান্ত বৈঠকে ইউক্রেনের জনগণের প্রতি বিশ্ব সংহতি বজায় রাখা এবং দেশটিকে দেয়া চলমান নিরাপত্তা, মানবিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সহায়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে ‘শক্তিশালী ও দৃঢ়’নেতৃত্ব এবং ইউক্রেনের প্রতি সমর্থনের জন্য জার্মান চ্যান্সেলরকে ধন্যবাদ জানান বাইডেন।

মার্কিন কর্মকর্তা জানিয়েছে, চীন যদি ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সামরিক সহায়তা দেয় তাহলে দেশটির ওপর সম্ভাব্য নিষেধাজ্ঞা কেমন হবে তা নিয়ে মিত্রদের সঙ্গে আলোচন শুরু করেছে ওয়াশিংটন।

এর আগে ইউরোপীয় ইউনিয়নের এক কর্মকর্তাও বলেছিলেন, রাশিয়াকে চীনের যে কোনো ধরনের অস্ত্র সহায়তা নিষেধাজ্ঞার পরিমাণকে বাড়িয়ে তুলবে।

যদিও রাশিয়াকে সামরিক সহায়তা দেয়ার কথা বরাবরই অস্বীকার করে আসছে চীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইউক্রেনে ৪০০ মিলিয়ন ডলারের সহায়তার ঘোষণা যুক্তরাষ্ট্র-জার্মানির

আপডেট সময় : ০৮:০৯:১১ পূর্বাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩

গত বছর ইউক্রেনে শুরু করা ‘সামরিক অভিযানের’ জন্য রাশিয়াকে শাস্তি দেয়ার অঙ্গীকার নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও জার্মানির চ্যান্সেলর ওলাফ শুলজ।

এ ছাড়া ইউক্রেনকে অস্ত্রের পাশাপাশি নতুন করে ৪০০ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও জার্মানি।

শুক্রবার (৩ মার্চ) ওয়াশিংটনে ঝটিকা সফরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। একই সঙ্গে রাশিয়াকে অস্ত্র সরবরাহ করলে চীনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারিও দেন দুই নেতা।

শুক্রবার হোয়াইট হাউজের ওভাল হাউজে এক বৈঠকে তারা দুই জন এসব বিষয়ে একমত হন বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।

সেখানে তারা এক ঘণ্টারও বেশি সময় ধরে আলোচনা করেন।

বাইডেন প্রশাসনের জ্যেষ্ঠ এক কর্মকর্তার বরাতে রয়টার্স জানায়, আমেরিকার প্রেসিডেন্ট ও জার্মানির চ্যান্সেলরের একান্ত বৈঠকে ইউক্রেনের জনগণের প্রতি বিশ্ব সংহতি বজায় রাখা এবং দেশটিকে দেয়া চলমান নিরাপত্তা, মানবিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সহায়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে ‘শক্তিশালী ও দৃঢ়’নেতৃত্ব এবং ইউক্রেনের প্রতি সমর্থনের জন্য জার্মান চ্যান্সেলরকে ধন্যবাদ জানান বাইডেন।

মার্কিন কর্মকর্তা জানিয়েছে, চীন যদি ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সামরিক সহায়তা দেয় তাহলে দেশটির ওপর সম্ভাব্য নিষেধাজ্ঞা কেমন হবে তা নিয়ে মিত্রদের সঙ্গে আলোচন শুরু করেছে ওয়াশিংটন।

এর আগে ইউরোপীয় ইউনিয়নের এক কর্মকর্তাও বলেছিলেন, রাশিয়াকে চীনের যে কোনো ধরনের অস্ত্র সহায়তা নিষেধাজ্ঞার পরিমাণকে বাড়িয়ে তুলবে।

যদিও রাশিয়াকে সামরিক সহায়তা দেয়ার কথা বরাবরই অস্বীকার করে আসছে চীন।