ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজনীতি স্থিতিশীল থাকলে অর্থনীতি আরও ভালোভাবে চলবে: গভর্নর সকলে মিলে একটি ঐকমত্যের জাতীয় সরকার গঠনের চেষ্টা চলছে : নুর পাবনার এতিম দুই শিশুর পাশে তারেক রহমান আজকের শিশু আগামীর ভালো মানুষ হয় শিক্ষক দ্বারা : শরীফ উদ্দিন কুয়েতের চমকেই শেষ আটে পাকিস্তান, বিদায় ভারত হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই : মির্জা ফখরুল বিজিবির সহায়তায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় বৃদ্ধার মরদেহ দেখলেন স্বজনরা অবৈধ প্রবাসীদের জন্য নতুন ডিজিটাল উদ্যোগ সৌদি আরবের অনির্দিষ্টকালের জন্য প্রাথমিকের শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা আ.লীগের গুপ্ত কৌশল ঠেকাতে জাতীয় ঐক্য অত্যন্ত জরুরি: তারেক

আ.লীগের অধীনে কোনো নির্বাচন নয়, ইইউ প্রতিনিধিদের বিএনপি

দেশের আওয়াজ ডেস্কঃ
  • আপডেট সময় : ০৭:৪৩:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩ ১৫৮ বার পড়া হয়েছে

ক্ষমতাসীন আওয়ামী লীগের অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না বলে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের জানিয়েছে দলটি। ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) ৮টি দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এ কথা জানিয়েছে তারা।

বৈঠক শেষে রোববার (১২ মার্চ) দুপুর ১২টার দিকে এক ব্রিফিংয়ে বিষয়টি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

এর আগে সকাল ১০টায় গুলশান-২ এর ৫৫ নম্বর সড়কের এবিসি ১৮ নম্বর হাউসে ওই বৈঠক শুরু হয়।বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশের নির্বাচনি ব্যবস্থাটা যে ভেঙে পড়েছে, জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে একটি অবৈধ দখলদার সরকার ক্ষমতায় বসে আছে। এই প্রেক্ষাপট থাকার কারণেই আলোচনা হয়েছে।

আমীর খসরু বলেন, আগামী নির্বাচনে দেশের মানুষ যদি তাদের ভোটাধিকার প্রয়োগ করতে না পারে; তাহলে বাংলাদেশে যে সংকটের দিকে যাবে এই শঙ্কা দেশ এবং দেশের বাইরেও কাজ করছে। কীভাবে আগামী নির্বাচন নিরপেক্ষ অংশগ্রহণমূলক করা যায় সকলের উদ্দেশ্য একটাই।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের মানুষের যে চিন্তা, যে নিরপেক্ষ অংশগ্রহণমূলক একটি নির্বাচন, যার মাধ্যমে একটি নির্বাচিত সংসদ হবে এবং নির্বাচিত সরকার হবে। সেই দৃষ্টিভঙ্গি থেকে আলোচনা হয়েছে।

খসরু বলেন, বর্তমান সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না। খোলাখুলিভাবে এটা বলেছি। বিশ্বের যারা বাংলাদেশকে নিয়ে নিবিড়ভাবে কাজ করে, পর্যবেক্ষণ করে সকলের কাছে এটা পরিষ্কার করে বলা হয়েছে।
বৈঠকে আলোচনার বিষয়ে বিএনপির এই নেতা আরও বলেন, ‘বর্তমান অবৈধ, অনির্বাচিত, দখলদার সরকারের অধীনে বাংলাদেশের মানুষের ভোটাধিকার প্রয়োগ করে তাদের প্রতিনিধি, তাদের সরকার, তাদের সংসদ নির্বাচন করতে পারবে না। এ বিষয়টি প্রতিনিয়তভাবে পরিষ্কার করে বলা হচ্ছে। এটার কারণগুলো সকলেরই জানা। এগুলো নিয়ে আলোচনা হয়েছে।’

বৈঠকে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া প্রতিনিধি দলে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ছাড়াও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ‌ প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আ.লীগের অধীনে কোনো নির্বাচন নয়, ইইউ প্রতিনিধিদের বিএনপি

আপডেট সময় : ০৭:৪৩:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩

ক্ষমতাসীন আওয়ামী লীগের অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না বলে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের জানিয়েছে দলটি। ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) ৮টি দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এ কথা জানিয়েছে তারা।

বৈঠক শেষে রোববার (১২ মার্চ) দুপুর ১২টার দিকে এক ব্রিফিংয়ে বিষয়টি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

এর আগে সকাল ১০টায় গুলশান-২ এর ৫৫ নম্বর সড়কের এবিসি ১৮ নম্বর হাউসে ওই বৈঠক শুরু হয়।বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশের নির্বাচনি ব্যবস্থাটা যে ভেঙে পড়েছে, জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে একটি অবৈধ দখলদার সরকার ক্ষমতায় বসে আছে। এই প্রেক্ষাপট থাকার কারণেই আলোচনা হয়েছে।

আমীর খসরু বলেন, আগামী নির্বাচনে দেশের মানুষ যদি তাদের ভোটাধিকার প্রয়োগ করতে না পারে; তাহলে বাংলাদেশে যে সংকটের দিকে যাবে এই শঙ্কা দেশ এবং দেশের বাইরেও কাজ করছে। কীভাবে আগামী নির্বাচন নিরপেক্ষ অংশগ্রহণমূলক করা যায় সকলের উদ্দেশ্য একটাই।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের মানুষের যে চিন্তা, যে নিরপেক্ষ অংশগ্রহণমূলক একটি নির্বাচন, যার মাধ্যমে একটি নির্বাচিত সংসদ হবে এবং নির্বাচিত সরকার হবে। সেই দৃষ্টিভঙ্গি থেকে আলোচনা হয়েছে।

খসরু বলেন, বর্তমান সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না। খোলাখুলিভাবে এটা বলেছি। বিশ্বের যারা বাংলাদেশকে নিয়ে নিবিড়ভাবে কাজ করে, পর্যবেক্ষণ করে সকলের কাছে এটা পরিষ্কার করে বলা হয়েছে।
বৈঠকে আলোচনার বিষয়ে বিএনপির এই নেতা আরও বলেন, ‘বর্তমান অবৈধ, অনির্বাচিত, দখলদার সরকারের অধীনে বাংলাদেশের মানুষের ভোটাধিকার প্রয়োগ করে তাদের প্রতিনিধি, তাদের সরকার, তাদের সংসদ নির্বাচন করতে পারবে না। এ বিষয়টি প্রতিনিয়তভাবে পরিষ্কার করে বলা হচ্ছে। এটার কারণগুলো সকলেরই জানা। এগুলো নিয়ে আলোচনা হয়েছে।’

বৈঠকে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া প্রতিনিধি দলে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ছাড়াও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ‌ প্রমুখ উপস্থিত ছিলেন।