সংবাদ শিরোনাম ::
আরাভের ফাইল পাঠানো হয়েছে আমিরাতের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে
দেশের আওয়াজ ডেস্কঃ
- আপডেট সময় : ০৩:২২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩ ১০৭ বার পড়া হয়েছে
পুলিশ কর্মকর্তা হত্যা মামলার পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানকে দেশে ফেরাতে তার ফাইল সত্যায়িত করে সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়েছে বাংলাদেশ মিশন।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন এ তথ্য জানান।
সাংবাদিকরা আরাভের দেশে ফেরানোর অগ্রগতি জানতে চাইলে মুখপাত্র জানান, আরাভ খানকে দেশে ফিরিয়ে আনার জন্য যে ফাইল বা কাগজপত্রগুলো রয়েছে, সেগুলো সত্যায়িত করে সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়েছে বাংলাদেশ মিশন।
আরাভ সংশ্লিষ্ট কোনো অগ্রগতি থাকলে পরবর্তী সময়ে গণমাধ্যমকে জানানোর কথা বলেন মুখপাত্র সেহেলী সাবরীন।