আরও ১৫৮ ইউএনওকে বদলির অনুমোদন ইসির
- আপডেট সময় : ১০:০৫:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩ ৬১ বার পড়া হয়েছে
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ১৫৮ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলির তালিকার অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) বিকেলে ইসি সূত্রে এই তথ্য জানা গেছে।
এর আগে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ৩৩৮ থানার অফিসার ইনচার্জ (ওসি) ও জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ১১০ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলির তালিকার অনুমোদন দেয় ইসি।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার জন্য সারাদেশে সকল থানার ওসিদের বদলির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ইউএনওদের বদলির জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দেয় নির্বাচন কমিশন (ইসি)।
গত সোমবার ৪৭ ইউএনওকে বদলির অনুমোদন দিয়েছিল নির্বাচন কমিশন। ইসি সূত্র জানায়, প্রথম পর্যায়ে ঢাকা বিভাগের ১৩ জন, চট্টগ্রাম বিভাগের ৮ জন, বরিশাল বিভাগের ২ জন, খুলনা বিভাগের ৪ জন, ময়মনসিংহ বিভাগের ৬ জন, সিলেট বিভাগের ৬ জন, রাজশাহী বিভাগের ৬ জন ও রংপুর বিভাগের ২ জন ইউএনওকে বদলির প্রস্তাবে সম্মতি দেওয়া হয়েছে।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই চলে ৪ ডিসেম্বর পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রোববার)।