ঢাকা ০৬:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

আব্বুকে পরিকল্পিতভাবে খুন করেছে চেয়ারম্যান বাবু

দেশের আওয়াজ ডেস্কঃ
  • আপডেট সময় : ০৬:২৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩ ৬৭ বার পড়া হয়েছে

নিহত সাংবাদিক নাদিমের মেয়ে রাব্বিরাতুল জান্নাত

‘আমার আব্বুকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। আমার আব্বুর হত্যাকারী চেয়ারম্যান বাবুকে দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি। আমার আব্বু সত্য নিউজ করার জন্য প্রাণ দিয়েছেন’। সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের অনার্স প্রথম বর্ষে পড়ুয়া মেয়ে রাব্বিরাতুল জান্নাত হাউ মাউ করে কেঁদে কেঁদে তার বাবার সহকর্মীদের কাছে এসব কথা বলেন।

জান্নাত আরও বলেন, ‘আমার আব্বু মারা গেছে, এ হত্যার সঙ্গে জড়িত সবাইকে কঠোর শাস্তি দেন আপনারা। চেয়ারম্যানসহ প্রত্যেক হত্যাকারীকে গ্রেফতার করে তাদের ফাঁসি দেওয়া হোক। তারা যেন দেশ ছেড়ে যেতে না পারে। আপনাদের কাছে আমার দাবি।

বুধবার (১৪ জুন) রাতে বাড়ি ফেরার পথে বকশিগঞ্জের পাথাটিয়ায় পৌঁছালে অস্ত্রধারী ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত নাদিমকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এরপর রাতে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ৩টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় জড়িত থাকায় এখন পর্যন্ত দশজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৬ জুন) বেলা ১১টার দিত্বীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নিহত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম বাংলানিউজের জামালপুর প্রতিনিধি ও একাত্তর টেলিভিশনের উপজেলা প্রতিনিধি ছিলেন। জামালপুরে জেলা পুলিশ সুপার নাছির উদ্দিন জানান,এ পর্যন্ত দশ জনকে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আব্বুকে পরিকল্পিতভাবে খুন করেছে চেয়ারম্যান বাবু

আপডেট সময় : ০৬:২৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩

‘আমার আব্বুকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। আমার আব্বুর হত্যাকারী চেয়ারম্যান বাবুকে দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি। আমার আব্বু সত্য নিউজ করার জন্য প্রাণ দিয়েছেন’। সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের অনার্স প্রথম বর্ষে পড়ুয়া মেয়ে রাব্বিরাতুল জান্নাত হাউ মাউ করে কেঁদে কেঁদে তার বাবার সহকর্মীদের কাছে এসব কথা বলেন।

জান্নাত আরও বলেন, ‘আমার আব্বু মারা গেছে, এ হত্যার সঙ্গে জড়িত সবাইকে কঠোর শাস্তি দেন আপনারা। চেয়ারম্যানসহ প্রত্যেক হত্যাকারীকে গ্রেফতার করে তাদের ফাঁসি দেওয়া হোক। তারা যেন দেশ ছেড়ে যেতে না পারে। আপনাদের কাছে আমার দাবি।

বুধবার (১৪ জুন) রাতে বাড়ি ফেরার পথে বকশিগঞ্জের পাথাটিয়ায় পৌঁছালে অস্ত্রধারী ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত নাদিমকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এরপর রাতে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ৩টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় জড়িত থাকায় এখন পর্যন্ত দশজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৬ জুন) বেলা ১১টার দিত্বীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নিহত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম বাংলানিউজের জামালপুর প্রতিনিধি ও একাত্তর টেলিভিশনের উপজেলা প্রতিনিধি ছিলেন। জামালপুরে জেলা পুলিশ সুপার নাছির উদ্দিন জানান,এ পর্যন্ত দশ জনকে আটক করা হয়েছে।