আবারো বিবর্ণ বার্সেলোনা
- আপডেট সময় : ০৯:২৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪ ৭৯ বার পড়া হয়েছে
আরো একটি বিবর্ণ পারফরম্যান্স বার্সেলোনার। বলের দখল হারানোর সঙ্গে যেন হারিয়ে ফেলল আত্মবিশ্বাসও। অন্যদিকে, নড়বড়ে শুরুর পর সময়ের সঙ্গে ছন্দ খুঁজে পেল নাপোলি। বাজে সময়ের মধ্য দিয়ে যাওয়া দলটি রুখে দিল স্প্যানিশ চ্যাম্পিয়নদের।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম পর্বের লড়াইটি শেষ হলো ১-১ সমতায়। রবের্ত লেভানদোভস্কির গোলে বার্সেলোনা এগিয়ে যাওয়ার পর নাপোলিকে সমতায় ফেরান ভিক্টর ওসিমেন।
দিয়েগো আরমান্দো মারাদোনা স্টেডিয়ামে আর্জেন্টাইন কিংবদন্তির সাবেক দুই দলের লড়াইয়ে শুরুতে রাজত্ব করে বার্সেলোনা। তাদের আক্রমণের ঝাপটা সামলে ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় নাপোলি। প্রথমার্ধের শেষ দিকে অনেকটা সময় বল দখলে রাখলেও তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি তারা। বিরতির আগে গোলের জন্য নিতে পারেনি একটিও শট।
২২তম মিনিটে পেদ্রির কাটব্যাকে সুযোগ পান লেভানদোভস্কি। পোলিশ স্ট্রাইকারের শট দারুণ রিফ্লেক্সে পা দিয়ে ব্যর্থ করে দেন নাপোলি গোলরক্ষক। কয়েক সেকেন্ড পর গিনদোয়ানের বুলেট গতির শটও ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান মেরেত।
প্রথমার্ধের পরের সময়টুকুতে তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই। দ্বিতীয়ার্ধের প্রথম সুযোগটা পায় বার্সেলোনাই। ইয়ামালের কাছ থেকে ডি-বক্সের মাথায় বল পেয়ে শট নেন গিনদোয়ান। লক্ষ্য ঠিক ছিল, কিন্তু গতি ছিল না খুব একটা। তাই সহজেই নিয়ন্ত্রণে নেন মেরেত।
৬০তম মিনিটে লেভানদোভস্কির ঠাণ্ডা মাথার চমৎকার ফিনিশিংয়ে এগিয়ে যায় বার্সেলোনা। পেদ্রির কাছ থেকে ডি-বক্সের মাথায় বল পান তারকা স্ট্রাইকার। দ্রুত ঘুরে গিয়ে দুই খেলোয়াড়ের চ্যালেঞ্জ এড়িয়ে বাঁ পাশের পোস্ট ঘেঁষে জাল খুঁজে নেন তিনি। ঝাঁপিয়েও বলের নাগান পাননি গোলরক্ষক।
ছয় মিনিট পর পেদ্রির বুলেট গতির শট কর্নারের বিনিময়ে ফিরিয়ে ব্যবধান বাড়তে দেননি মেরেত।
খেলার ধারার বিপরীতে ৭৫তম মিনিটে সমতা ফেরান ওসিমেন। সঙ্গে লেগে থাকা খেলোয়াড়ের চ্যালেঞ্জ এড়িয়ে বাঁ দিকের পোস্ট ঘেঁষে জাল খুঁজে নেন নাইজেরিয়ান স্ট্রাইকার। লক্ষ্যে এটাই ছিল নাপোলির প্রথম শট। গোলের পরই মাঠ ছাড়েন ওসিমেন।
যোগ করা সময়ে জয়সূচক গোল প্রায় পেয়েই যাচ্ছিল বার্সেলোনা। ডি-বক্সের বাইরে থেকে একটুর জন্য জার্মান মিডফিল্ডার গিনদোয়ানের শট থাকেনি লক্ষ্যে।
আগামী ১২ মার্চ বার্সেলোনার মাঠে হবে ফিরতি লেগ।