আত্রাই নদীতে হাঁস পালনে ভাগ্য বদলে দিলো খামারি সাহাবুলের

- আপডেট সময় : ০৪:৪৯:১১ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩ ১৭৪ বার পড়া হয়েছে
নওগাঁ পত্নীতলা নকচা গ্রামের সাহাবুল ইসলাম (৪০) নামে দিনমজুরি ছিলেন ২০০৫ সালে উদ্যোগ নেই হাঁস পালন করবে। বাড়ির পাশে ফাঁকা জায়গায় শুরু করেছিলেন ১৫০ টি হাঁস নিয়ে বর্তমান তার হাঁস রয়েছে ৩৫০টি ৩২০ টি হাসিও ৩০ টি হাসা।
হাঁস পালনের বিষয়ে খামারি সাহাবুল ইসলাম বলেন আমি অল্প সময়ে সফলতা অর্জন করেছি আগামী দিনে আরো বড় পরিসরে হাঁসের পালন শুরু করব এবং হাঁস পালনে সাহাবুল ইসলাম সফল হবার গল্পে ওই এলাকায় অনেকেই অল্প পুজিতে হাঁস পালন করে স্বাবলম্বী হয়েছে উদ্যোক্তা হিসেবে লাখ লাখ টাকা উপার্জন করছে।
খামারি সাহাবুল বলেন খরা মৌসুমে আত্রাই নদীতে হাঁস পালন করি এতে আমার খাদ্য চাহিদা কম লাগে বর্তমান এক মণ ধান প্রতিদিন লাগে বাকি চাহিদা নদীর প্রাকৃতিক খাবার অহার করে। এতে ডিম বড় হয়, রোগ,বালায় কম হয়। এবং মাঠে ধান কাটার পর সেখানে চড়ানো হয় হাঁস এতে করে বাজারকৃত খাদ্য কম লাগে এতে হাঁস খামারিরা লাভবান হয় বর্তমান অবস্থিত পত্নীতলা ইছাপুর নামক গ্রামে নদীর চড়ে আছি।
খামারি সাহাবুল বলেন ৩৫০ টি হাঁসের মধ্যে ২৫০/২৭০ পিচ ডিম দেয়। প্রতিটি ডিমের দাম ২০ টাকা,এতে করে লাভ হওয়ার আশা করা যায় বলেন খামারিরা।