সংবাদ শিরোনাম ::
আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে ড. ইউনূসের সাক্ষাৎ
দেশের আওয়াজ ডেস্কঃ
- আপডেট সময় : ১১:৩৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ ৮ বার পড়া হয়েছে
আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) আজারবাইজানের রাজধানী বাকুতে কপ-২৯ জলবায়ু সম্মেলন কেন্দ্রে তাদের মধ্যে এ সাক্ষাৎ হয়। এ সময় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছেন তারা।
এর আগে, গত বুধবার (১৩ নভেম্বর) জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে এলডিসি উচ্চপর্যায়ের বৈঠক হয়। এ বৈঠকে প্রধান উপদেষ্টা ড. ইউনূসও ছিলেন।
এদিকে, গত মঙ্গলবার (১২ নভেম্বর) জলবায়ু সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা সাক্ষাৎ করেন।