আগামী বছর ক্ষমতায় ফেরার আশাবাদ ইমারানের
- আপডেট সময় : ০৭:১৬:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩ ৮৮ বার পড়া হয়েছে
আগামী বছর ক্ষমতায় ফেরার আশাবাদ ব্যক্ত করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। পিটিআই (পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ) দলের প্রধান ইমরান খান বলেছেন যে তার দলের পরবর্তী প্রতিষ্ঠা দিবসে তারা ক্ষমতায় থাকবেন। এদিকে আসন্ন পাঞ্জাব প্রাদেশিক নির্বাচনের জন্য প্রচারণাও চালাচ্ছেন তিনি।
সম্প্রতি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের নির্বাচন একটি বিতর্কের মধ্যে পড়েছে। কারণ দেশটির সরকার সুপ্রিম কোর্টের আদেশ প্রত্যাখ্যান করেছে।
এর আগে পিটিআইয়ের আবেদনের প্রেক্ষিতে পাকিস্তানের সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছিল যে ১৪ মে তারিখের মধ্যে পাঞ্জাব প্রদেশের নির্বাচন সম্পন্ন করার জন্য। এদিকে খাইবার পাখতুনখোয়ার নির্বাচনের তারিখ এখনও ঘোষণা করা হয়নি। কারণ পাকিস্তানের বর্তমান কোয়ালিশন সরকার জোর দিয়ে বলছে যে জাতীয় এবং প্রাদেশিক পরিষদের নির্বাচন একইসাথে অনুষ্ঠিত হওয়া উচিত।
এই বিষয়ে দেশটির সুপ্রিম কোর্ট এখনও একটি আবেদনের শুনানি করছে। দেশটির শীর্ষ আদালত এখন সেখানকার সমস্ত রাজনৈতিক দলকে নির্বাচনের তারিখ নির্ধারণ করতে বলেছে। সরকার জানিয়েছে, এ বিষয়ে তারা আগামীকাল বৈঠক করবে এবং পরের দিন আদালতকে সিদ্ধান্ত জানাবে।
এদিকে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ইমরান খান তার কর্মীদের বলেছেন, ‘পিটিআইয়ের ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনারা ক্ষমতায় থাকবেন।’
১৯৯৬ সালের ২৫ এপ্রিল লাহোরে পিটিআই দল প্রতিষ্ঠা করেন ইমরান। দলটি ২০০২ সালের নির্বাচনের সময় প্রথম আসন জিতেছিল। ওই সময় ইমরান মিয়ানওয়ালির জাতীয় পরিষদের আসনে জয়লাভ করেছিলেন।
এদিকে পাকিস্তানের সাবেক এ প্রধানমন্ত্রী দাবি করেছেন, দেশের সমস্ত দুঃখ-দুর্দশার সমাধান এনে দিতে পারবে তার দল (পিটিআই)।
ইমরান তার ভাষণে নিজ দলের কর্মীদের বলেন, প্রকৃত স্বাধীনতার জন্য কাজ করতে হবে। তিনি আরও বলেন, পাকিস্তানের সমৃদ্ধি আসবে ন্যায়পরায়ণতা, গণতন্ত্র এবং স্বাধীনতার মাধ্যমে।
সূত্র : জি নিউজ