ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০২৪, ৯ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

আওয়ামী লীগ নেতারা কে কোথায় ঈদ করবেন

দেশের আওয়াজ ডেস্কঃ
  • আপডেট সময় : ০৯:৫৫:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩ ৮৮ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে আওয়ামী লীগের রয়েছে সুনির্দিষ্ট কিছু পরিকল্পনা। তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা। বুধবার আওয়ামী লীগ সভাপতি দলীয় নেতাকর্মীদের ঈদের ছুটিতে নিজ নিজ এলাকায় জনসংযোগ করার নির্দেশনা দিয়েছেন। একই সঙ্গে সরকারি প্রকল্পের উপকারভোগীদের খোঁজখবর নিতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন তিনি। ফলে ক্ষমতাসীন দলের নেতারা প্রায় সবাই এবার ঈদ করবেন নিজ নিজ এলাকায়।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী প্রতিবারের মতো এবারও ঈদ করবেন গণভবনে। ঈদের দিন তিনি বিচারপতি, মন্ত্রিপরিষদ সদস্য, সিনিয়র নেতা, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, দলের নেতাকর্মী, বিদেশি কূটনীতিক, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব হাসান জাহিদ তুষার।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঈদে ঢাকায় থাকছেন।

রাজধানীতেই ঈদ করবেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী।

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু রাজধানীর ইস্কাটনের বাসায় ঈদ উদযাপন করবেন। তবে ইতিমধ্যে নিজ এলাকা ঝালকাঠি থেকে ঘুরে এসেছেন তিনি।

রাজধানীতেই ঈদ করবেন দলের উপদেষ্টা পরিষদের আরেক সদস্য তোফায়েল আহমেদ। ঈদের দিন বনানীর বাসায় কাটাবেন তিনি। অবশ্য এরইমধ্যে নিজ নির্বাচনী এলাকায় গিয়ে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে এসেছেন তিনি।

সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ঈদ করবেন ঢাকায়। তবে ঈদের আগে তিনি নির্বাচনী এলাকা টাঙ্গাইলে ঘুরে এসেছেন। ঈদের পরও নিজ এলাকায় যাবেন তিনি।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান ও জাহাঙ্গীর কবির নানকও ঈদ করবেন ঢাকায়।

সভাপতিমণ্ডলীর আরেক সদস্য আব্দুর রহমান ঈদ করবেন নিজ এলাকা ফরিদপুরে।

ক্ষমতাসীন দলের যুগ্ম সাধারণ সম্পাদকদের মধ্যে মাহবুবউল আলম হানিফ ঈদ করবেন দেশের বাইরে। তবে ঈদের আগেই নিজ এলাকা ঘুরে এসেছেন তিনি। ড. হাছান মাহমুদ ঈদ করবেন গ্রামের বাড়ি চট্টগ্রামে। ড. দীপু মনি ঈদের আনন্দ ভাগাভাগি করবেন নিজ এলাকা চাঁদপুরে। কয়েকদিন আগে এলাকায় গেলেও ঈদের আগে আবারও মাদারীপুর যাবেন আ ফ ম বাহাউদ্দীন নাছিম।

আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর ঢাকায় ঈদের নামাজ পরই নিজ নির্বাচনী এলাকার উদ্দেশ্য রওনা হবেন বলে জানা গেছে।

ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন নিজ নির্বাচনী এলাকায় নেতাকর্মীদের সঙ্গে ঈদ করবেন। উপ-দপ্তর সম্পাদক সায়েম খান ঈদে ঢাকায় থাকছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আওয়ামী লীগ নেতারা কে কোথায় ঈদ করবেন

আপডেট সময় : ০৯:৫৫:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে আওয়ামী লীগের রয়েছে সুনির্দিষ্ট কিছু পরিকল্পনা। তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা। বুধবার আওয়ামী লীগ সভাপতি দলীয় নেতাকর্মীদের ঈদের ছুটিতে নিজ নিজ এলাকায় জনসংযোগ করার নির্দেশনা দিয়েছেন। একই সঙ্গে সরকারি প্রকল্পের উপকারভোগীদের খোঁজখবর নিতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন তিনি। ফলে ক্ষমতাসীন দলের নেতারা প্রায় সবাই এবার ঈদ করবেন নিজ নিজ এলাকায়।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী প্রতিবারের মতো এবারও ঈদ করবেন গণভবনে। ঈদের দিন তিনি বিচারপতি, মন্ত্রিপরিষদ সদস্য, সিনিয়র নেতা, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, দলের নেতাকর্মী, বিদেশি কূটনীতিক, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব হাসান জাহিদ তুষার।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঈদে ঢাকায় থাকছেন।

রাজধানীতেই ঈদ করবেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী।

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু রাজধানীর ইস্কাটনের বাসায় ঈদ উদযাপন করবেন। তবে ইতিমধ্যে নিজ এলাকা ঝালকাঠি থেকে ঘুরে এসেছেন তিনি।

রাজধানীতেই ঈদ করবেন দলের উপদেষ্টা পরিষদের আরেক সদস্য তোফায়েল আহমেদ। ঈদের দিন বনানীর বাসায় কাটাবেন তিনি। অবশ্য এরইমধ্যে নিজ নির্বাচনী এলাকায় গিয়ে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে এসেছেন তিনি।

সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ঈদ করবেন ঢাকায়। তবে ঈদের আগে তিনি নির্বাচনী এলাকা টাঙ্গাইলে ঘুরে এসেছেন। ঈদের পরও নিজ এলাকায় যাবেন তিনি।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান ও জাহাঙ্গীর কবির নানকও ঈদ করবেন ঢাকায়।

সভাপতিমণ্ডলীর আরেক সদস্য আব্দুর রহমান ঈদ করবেন নিজ এলাকা ফরিদপুরে।

ক্ষমতাসীন দলের যুগ্ম সাধারণ সম্পাদকদের মধ্যে মাহবুবউল আলম হানিফ ঈদ করবেন দেশের বাইরে। তবে ঈদের আগেই নিজ এলাকা ঘুরে এসেছেন তিনি। ড. হাছান মাহমুদ ঈদ করবেন গ্রামের বাড়ি চট্টগ্রামে। ড. দীপু মনি ঈদের আনন্দ ভাগাভাগি করবেন নিজ এলাকা চাঁদপুরে। কয়েকদিন আগে এলাকায় গেলেও ঈদের আগে আবারও মাদারীপুর যাবেন আ ফ ম বাহাউদ্দীন নাছিম।

আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর ঢাকায় ঈদের নামাজ পরই নিজ নির্বাচনী এলাকার উদ্দেশ্য রওনা হবেন বলে জানা গেছে।

ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন নিজ নির্বাচনী এলাকায় নেতাকর্মীদের সঙ্গে ঈদ করবেন। উপ-দপ্তর সম্পাদক সায়েম খান ঈদে ঢাকায় থাকছেন।