• বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৭:৫০ অপরাহ্ন

অস্কার পেল ভারতের ‘আরআরআর’ সিনেমার গান নাটু নাটু

দেশের আওয়াজ ডেস্কঃ / ৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ১৩ মার্চ, ২০২৩

মুক্তির পর থেকে একের পর এক চমক দেখিয়ে চলেছে ভারতে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘আরআরআরথ। সম্প্রতি গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড জয়ের পর এবার সেরা মৌলিক গান বিভাগে অস্কার সম্মাননা পেলো এটি।

গানটির জন্য সংগীত পরিচালক হিসেবে অস্কার পেলেন এমএম কিরাভানি এবং গীতিকার হিসেবে অস্কার পেলেন চন্দ্র বোস। মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসেছিল এবারের ৯৫তম অস্কার আসর। সেখানে সশরীরে উপস্থিত থেকে এই সম্মাননা স্মারক গ্রহণ করেন তারা। তেলেগু ভাষার ‘নাটু নাটুথ গানের কথা লিখেছেন চন্দ্র বোস। সুর করেছেন এমএম কিরাভানি।

কণ্ঠ দিয়েছেন কাল ভৈরব, রাহুল সিপ্লিগুঞ্জ। কিন্তু যে গান নিয়ে এত আলোচনা, সেই গানের ‘নাটু’ শব্দের অর্থ হলো অমার্জিত, এবড়ো-থেবড়ো বা রুক্ষ্ম। ‘নাটুথ শব্দটি অনেক সময় ‘গ্রামাঞ্চলের বাসিন্দাথ বোঝাতেও ব্যবহৃত হয়ে থাকে।

মজার বিষয় হলো- গানটির দৃশ্যধারণ ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কির বাড়ির সামনে হয়েছে। যুদ্ধ শুরু হওয়ার কয়েক মাস আগে দৃশ্যধারণের কাজ শেষ করেন নির্মাতারা। কমারাস ভীমা ও আলুরি সীতারামা রাজু নামের দুই বীর যোদ্ধাকে নিয়ে ‘আরআরআরথ সিনেমার গল্প। এতে কেন্দ্রীয় চরিত্রে আছেন জুনিয়র এনটিআর ও রাম চরণ। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভাট, অজয় দেবগন, রে স্টেভেনসন, অলিভিয়া মরিস প্রমুখ। ৪৫০ কোটি রুপি বাজেটের এই সিনেমা প্রযোজনা করেছে ডিভিভি নায়া।
বক্স অফিসে ১২০০ কোটি রুপির বেশি আয় করেছে সিনেমাটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ