ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

অর্থনীতির চাকা গতিশীল রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের আওয়াজ ডেস্কঃ
  • আপডেট সময় : ১১:৩৪:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩ ১২৩ বার পড়া হয়েছে

দেশের অর্থনীতিকে গতিশীল রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের কাজ আমাদের করতে হবে, অর্থনীতির চাকা গতিশীল রাখতে হবে। মন্দাভাব যেন আমাদের ওপর না আসে সেজন্য আমাদের সতর্ক হয়ে চলতে হবে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের মিঠামইনে নবনির্মিত বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাস উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আজকে আমি সবাকে হারিয়েছি কিন্তু বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনেই কাজ করে যাচ্ছি। এবং গত ১৪ বছরে বাংলাদেশ আর্থসামাজিক উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, জাতির পিতার যে লক্ষ্য তা সামনে নিয়ে তার আদর্শেই আমরা পথ চলছি। আমাদের মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আমরা দেশ গড়ে তুলছি।

এই বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না, কোনো মানুষ ক্ষুধার্ত থাকবে না। প্রতিটি মানুষের খাদ্য নিরাপত্তা, চিকিৎসা ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থা, কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করে আমরা এ দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি।

তিনি বলেন, আমরা বিশ্ব শান্তিতে বিশ্বাস করি। আমাদের অগ্রযাত্রা, দুর্ভাগ্যের বিষয় করোনা মহামারি। যার ফলে সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা। তার ওপর আসলো রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, যার ফলে আজকে সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে।

পরিবহন খরচ বেড়েছে, পণ্যমূল্য বেড়েছে, প্রতিটি জিনিসের মূল্য আজকে ধরা ছোঁয়ার বাইরে। অনেক উন্নত দেশ তারাই হিমশিম খাচ্ছে। আমাদের দেশে আমরা এখনো অর্থনীতিকে গতিশীল রাখতে সক্ষম হয়েছি। যে কারণে আমি সকলের কাছে আহ্বান করেছি এক ইঞ্চি জমিও আমরা অনাবাদী রাখবো না। আর সকল অনাবাদী জমি আমরা চাষের আওতায় আনবো। খাদ্য উৎপাদন করবো, দরকার হলে অন্যান্য দেশকে আমরা সহযোগিতা করবো। আমাদের কাজ আমাদের করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

অর্থনীতির চাকা গতিশীল রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ১১:৩৪:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩

দেশের অর্থনীতিকে গতিশীল রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের কাজ আমাদের করতে হবে, অর্থনীতির চাকা গতিশীল রাখতে হবে। মন্দাভাব যেন আমাদের ওপর না আসে সেজন্য আমাদের সতর্ক হয়ে চলতে হবে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের মিঠামইনে নবনির্মিত বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাস উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আজকে আমি সবাকে হারিয়েছি কিন্তু বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনেই কাজ করে যাচ্ছি। এবং গত ১৪ বছরে বাংলাদেশ আর্থসামাজিক উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, জাতির পিতার যে লক্ষ্য তা সামনে নিয়ে তার আদর্শেই আমরা পথ চলছি। আমাদের মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আমরা দেশ গড়ে তুলছি।

এই বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না, কোনো মানুষ ক্ষুধার্ত থাকবে না। প্রতিটি মানুষের খাদ্য নিরাপত্তা, চিকিৎসা ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থা, কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করে আমরা এ দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি।

তিনি বলেন, আমরা বিশ্ব শান্তিতে বিশ্বাস করি। আমাদের অগ্রযাত্রা, দুর্ভাগ্যের বিষয় করোনা মহামারি। যার ফলে সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা। তার ওপর আসলো রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, যার ফলে আজকে সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে।

পরিবহন খরচ বেড়েছে, পণ্যমূল্য বেড়েছে, প্রতিটি জিনিসের মূল্য আজকে ধরা ছোঁয়ার বাইরে। অনেক উন্নত দেশ তারাই হিমশিম খাচ্ছে। আমাদের দেশে আমরা এখনো অর্থনীতিকে গতিশীল রাখতে সক্ষম হয়েছি। যে কারণে আমি সকলের কাছে আহ্বান করেছি এক ইঞ্চি জমিও আমরা অনাবাদী রাখবো না। আর সকল অনাবাদী জমি আমরা চাষের আওতায় আনবো। খাদ্য উৎপাদন করবো, দরকার হলে অন্যান্য দেশকে আমরা সহযোগিতা করবো। আমাদের কাজ আমাদের করতে হবে।