ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০২৪, ৯ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

অনুমতি ছাড়া ওটিটিতে হুমায়ূন আহমেদের নাটক প্রচার করা হচ্ছে: শাওন

দেশের আওয়াজ ডেস্কঃ
  • আপডেট সময় : ০৫:০৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩ ৭১ বার পড়া হয়েছে

বাংলা সাহিত্যের প্রবাদ পুরুষ ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ। ২০১২ সালের ১৯ জুলাই ক্যানসারে আক্রান্ত হয়ে পরপারে পাড়ি জমান তিনি।

জীবদ্দশায় অসংখ্য নাটক ও চলচ্চিত্র নির্মাণ করেছেন নন্দিত এই লেখক। তবে তার নির্মিত নাটক, সিনেমাগুলো কোনোরকম চুক্তিপত্র ছাড়াই দেশের বিভিন্ন ওটিটি মাধ্যম ও ইউটিউব চ্যানেলে প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করলেন তার স্ত্রী মেহের আফরোজ শাওন।

এ প্রসঙ্গে শাওন সংবাদমাধ্যমকে বলেন, ‘এটি খুবই দুর্ভাগ্যজনক যে, হুমায়ূন আহমেদের অনেকগুলো বিখ্যাত নাটক, এক পর্বের নাটক ও সিনেমা বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম ও ইউটিউব চ্যানেলগুলোতে কোনোরকম চুক্তিপত্র ছাড়াই প্রচার করা হচ্ছে। হুমায়ূন আহমেদের সঙ্গেও কোনো চুক্তি করেননি এবং তার অবর্তমানে উত্তরসূরীদের সাথেও কোনো যোগাযোগ ছাড়া কোনো চুক্তিপত্র ছাড়া একদম অনৈতিকভাবে কিছু ইউটিউব চ্যানেল এবং ওটিটি মাধ্যম কাজটি করছে। আমি নামগুলো বলব না। বললে ওনারাই লজ্জা পাবেন।’

এরপর তিনি বলেন, ‘সামনের সারির ওটিটি প্ল্যাটফর্মগুলো কোনোরকম চুক্তিপত্র ছাড়াই তার নাটকগুলো প্রচার করছে। এটা যে হতে পারে না তা একজন সাধারণ লোকও জানেন। এজন্য আইনের লোক হতে হয় না। এটা খুবই দুঃখজনক। অভিযোগের কথা যদি বলি আমি অভিযোগ করেছি। কিন্তু তার কোনো জবাব এখনও পাইনি। আইনগতভাবে অভিযোগ করিনি। আমি আমার প্রতিনিধির মাধ্যমে জানিয়েছিলাম আইনগতভাবে তারা যেন চুক্তি করেন অথবা তারা নামিয়ে নেন। কিন্তু তারা এরপর কোনো পদক্ষেপ নেননি।’

অভিযোগ কার কাছে জানিয়েছেন জানতে চাইলে শাওন জানান, ওটিটি কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছেন তিনি। সেসময় সংবাদকর্মীদের সঙ্গে কথোপকথনের একপর্যায়ে শাওন জানান চরকি, ট্রফি নামক ওটিটি মাধ্যমও রয়েছে এ তালিকায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

অনুমতি ছাড়া ওটিটিতে হুমায়ূন আহমেদের নাটক প্রচার করা হচ্ছে: শাওন

আপডেট সময় : ০৫:০৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩

বাংলা সাহিত্যের প্রবাদ পুরুষ ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ। ২০১২ সালের ১৯ জুলাই ক্যানসারে আক্রান্ত হয়ে পরপারে পাড়ি জমান তিনি।

জীবদ্দশায় অসংখ্য নাটক ও চলচ্চিত্র নির্মাণ করেছেন নন্দিত এই লেখক। তবে তার নির্মিত নাটক, সিনেমাগুলো কোনোরকম চুক্তিপত্র ছাড়াই দেশের বিভিন্ন ওটিটি মাধ্যম ও ইউটিউব চ্যানেলে প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করলেন তার স্ত্রী মেহের আফরোজ শাওন।

এ প্রসঙ্গে শাওন সংবাদমাধ্যমকে বলেন, ‘এটি খুবই দুর্ভাগ্যজনক যে, হুমায়ূন আহমেদের অনেকগুলো বিখ্যাত নাটক, এক পর্বের নাটক ও সিনেমা বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম ও ইউটিউব চ্যানেলগুলোতে কোনোরকম চুক্তিপত্র ছাড়াই প্রচার করা হচ্ছে। হুমায়ূন আহমেদের সঙ্গেও কোনো চুক্তি করেননি এবং তার অবর্তমানে উত্তরসূরীদের সাথেও কোনো যোগাযোগ ছাড়া কোনো চুক্তিপত্র ছাড়া একদম অনৈতিকভাবে কিছু ইউটিউব চ্যানেল এবং ওটিটি মাধ্যম কাজটি করছে। আমি নামগুলো বলব না। বললে ওনারাই লজ্জা পাবেন।’

এরপর তিনি বলেন, ‘সামনের সারির ওটিটি প্ল্যাটফর্মগুলো কোনোরকম চুক্তিপত্র ছাড়াই তার নাটকগুলো প্রচার করছে। এটা যে হতে পারে না তা একজন সাধারণ লোকও জানেন। এজন্য আইনের লোক হতে হয় না। এটা খুবই দুঃখজনক। অভিযোগের কথা যদি বলি আমি অভিযোগ করেছি। কিন্তু তার কোনো জবাব এখনও পাইনি। আইনগতভাবে অভিযোগ করিনি। আমি আমার প্রতিনিধির মাধ্যমে জানিয়েছিলাম আইনগতভাবে তারা যেন চুক্তি করেন অথবা তারা নামিয়ে নেন। কিন্তু তারা এরপর কোনো পদক্ষেপ নেননি।’

অভিযোগ কার কাছে জানিয়েছেন জানতে চাইলে শাওন জানান, ওটিটি কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছেন তিনি। সেসময় সংবাদকর্মীদের সঙ্গে কথোপকথনের একপর্যায়ে শাওন জানান চরকি, ট্রফি নামক ওটিটি মাধ্যমও রয়েছে এ তালিকায়।