অক্টোবরের প্রথম ছয় দিনে প্রবাসী আয় এলো ৬৭৩৪ কোটি টাকা
- আপডেট সময় : ১১:৫৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫ ২০ বার পড়া হয়েছে
চলতি অক্টোবরের প্রথম ছয় দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ৫৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় ছয় হাজার ৭৩৪ কোটি ৪০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)। এর মধ্যে গত সোমবার এক হাজার ৫৭৩ কোটি ৮০ লাখ টাকা প্রবাসীরা পাঠিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, গত বছরের একই সময়কালে প্রবাসী আয় এসেছিল ৫৭ কোটি ৪০ লাখ ডলার। তুলনায় চলতি বছরের আয় কমেছে দুই কোটি ২০ লাখ ডলার বা তিন দশমিক ৮০ শতাংশ।
অন্যদিকে, চলতি বছরের ১ জুলাই থেকে ৬ অক্টোবর পর্যন্ত প্রবাসী আয় হয়েছে ৮১৩ কোটি ৭০ লাখ ডলার। গত বছরের একই সময়ে প্রবাসী আয় ছিল ৭১১ কোটি ৬০ লাখ ডলার। এই সময়ে প্রবাসী আয়ের বৃদ্ধির হার ১০২ কোটি ১০ লাখ ডলার বা ১৪ দশমিক ৩০ শতাংশ।
বাংলাদেশ ব্যাংক বলেছে, রেমিট্যান্স প্রবাহে এই ধারা দেশের বৈদেশিক মুদ্রা সঞ্চয় এবং স্থিতিশীল অর্থনৈতিক অবস্থা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

























