একটি ইঁদুর ধরতেই খরচ হয়েছে ৫৩ হাজার টাকা। এই আজব ঘটনা ঘটেছে ভারতে। রেললাইন ও প্ল্যাটফর্মে ঘুরে বেড়ানো ইঁদুর দমনে এমন অর্থ খরচ করেছে দেশটির রেলস্টেশন কর্তৃপক্ষ।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, সম্প্রতি লখনউ ডিভিশন রেল স্টেশনে একটি ইঁদুর ধরতেই খরচ হয়েছে গড়ে ৪১ হাজার রুপি (৫৩ হাজার টাকা)! আরটিআই এর উত্তরে এমন তথ্য জানিয়েছে ভারতীয় রেল দফতর।
খবরে বলা হয়েছে, চন্দ্রশেখর গৌর নামে এক ব্যক্তি তথ্য জানার অধিকার আইনে লখনউ ডিভিশনকে এ বিষয়ে প্রশ্ন করেন। তিনি জানতে চান, ইঁদুর ধরতে রেলের খরচ কত? ইঁদুর রেলের কী ক্ষতি করে? সেই ক্ষতির পরিমাণ কত?
জবাবে রেলের লখনউ ডিভিশন জানিয়েছে, ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত তারা সব মিলিয়ে ১৬৮টি ইঁদুর ধরেছিল। তাতে তাদের খরচ হয়েছে ৬৯.৫ লাখ রুপি। এই হিসাব ধরলে ইঁদুর ধরার খরচ মাথাপিছু ভারতীয় মুদ্রায় ৪১ হাজার রুপি।
একই প্রশ্ন দিল্লি, আম্বালা, মোরাদাবাদ ফিরোজপুর ডিভিশনের কাছেও করেন ওই ব্যক্তি। কিন্তু তারা এর জবাব দেয়নি।
ইঁদুর মারার খরচের বিষয়ে লখনউ ডিভিশন জবাব দিলেও ইঁদুর রেলের কী ক্ষতি করে এবং সেই ক্ষতির পরিমাণটা ঠিক কত তা স্পষ্ট করতে পারেননি তারা।
সে প্রশ্নে লখনউ ডিভিশন জানায়, অনেক ক্ষতি করে, যা বলে শেষ করা যাবে না। তাই ক্ষতির পরিমাণ হিসাব করে বলা মুশকিল।
এর প্রেক্ষিতে আম্বালা ডিভিশন জানায়, ২০২০ সালের এপ্রিল মাস থেকে ২০২৩ সালের মার্চ মাস পর্যন্ত তারা ইঁদুর, পোকামাকড়ের বিরুদ্ধে অভিযান চালিয়েছিল। এতে তাদের খরচ হয় ৩৯.৩ লাখ রুপি। কতগুলো ইঁদুর তারা ধরেছে এর হিসাব দিতে পারেনি তারা।
তারা বিবৃতিতে জানিয়েছে, তেলাপোকা, ইঁদুর, মশাসহ যাবতীয় বিষয় প্রতিরোধের জন্য প্রতি বছর ২৩.২ লাখ রুপি খরচ করা হয়। প্রতি বছর ২৫ হাজার কোচে এই কাজ করা হয়। সেক্ষেত্রে প্রতি কোচে ৯৪ রুপি করে খরচ হয়।
এদিকে একটি ইঁদুর মারলে রেলের ৪১ হাজার রুপি খরচ হওয়ার তথ্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের রাজ্যসভার সংসদ সদস্য রণদীপ সিং সুরজেওয়ালা।
তিনি বলেন, ‘রেলওয়ে একটি ইঁদুর ধরতে ৪১ হাজার এবং মোট ব্যয় করেছে ৬৯.৪০ লাখ রুপি! এতো খরচ করে ৩ বছরে ধরা হল ১৬৮ টি ইঁদুর! একা লখনউ অঞ্চলের এই অবস্থা! সারা দেশে,‘দুর্নীতির ইঁদুর’ প্রতিদিন জনগণের পকেট কাটছে। ফলাফল: বিজেপি শাসনে, মানুষ প্রতিদিন প্রচণ্ড মুদ্রাস্ফীতির কবলে পড়ছেন। এমনকী বয়স্কদের রেল ভাড়ায় যে ছাড় দেওয়া হয়েছে তাও খেয়ে ফেলা হয়েছে।’