বগুড়া জেলার আদমদীঘি উপজেলা বিএনপি আয়োজিত পথসভায় হুশিয়ারী দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলার মাটিতে আর কোনো পাতানো নির্বাচন করতে দেওয়া হবে না।
আজ (১৭ সেপ্টেম্বর) রবিবার দুপুরে তারুণ্যের রোড মার্চ কর্মসূচি বগুড়া থেকে নওগাঁ হয়ে রাজশাহী যাওয়ার পথে আদমদীঘি উপজেলা বিএনপি’র আয়োজনে পথ সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেছেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে সারাদেশের তরুণ সমাজ এবার জেগে উঠেছে। এই অবৈধ সরকারের পতন নিশ্চিত না করে আমরা আর ঘরে ফিরবো না। বার বার শান্তিপূর্ণ ভাবে আমাদের দাবিদাওয়া গুলো তুলে ধরেছি কিন্তু কোনো লাভ হয়নি।২০১৪ ও ২০১৮ সালে দুইটি নির্বাচনে দেশের সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি।
মহাসচিব বলেন, আওয়ামী লীগ জনগণের সঙ্গে প্রতারণা করেছে। নির্বাচন হয় কিন্তু জনগণ ভোট দিতে পারে না, ভোট চুরি হয়ে যায়, ডাকাতি হয়ে যায়। সেই সরকারের অধীনে আর কোনো নির্বাচনে যাওয়া যাবেনা। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং নতুন করে নির্বাচন কমিশন গঠন না করলে এই সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে অংশ গ্রহণ করবে না। বিএনপি’র অসংখ্য নেতা-কর্মীকে আটক করে রাখা হয়েছে। এছাড়া হাজার হাজার বিএনপি নেতা-কর্মীদের মিথ্যা মামলায় নিম্ন আদালতে গেলে জামিন দেওয়া হয় না। মিথ্যা মামলায় দিনের পর দিন নেতা-কর্মীদের কারাগারে রাখা হয়েছে। আজকে রোড মার্চ শুরু হলো, আর এই কর্মসূচি সেদিনই শেষ হবে যেই দিন এ সরকারের পতন হবে।
উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল মুহিত তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত পথ সভায় বিশেষ অতিথির হিসেবে বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, কেন্দ্রীয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান। অন্যান্যদের বক্তব্য প্রদান করেন বগুড়া জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, বগুড়া শহর বিএনপি’র সভাপতি এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু, জেলা বিএনপি’র কার্যনির্বাহী কমিটির সদস্য ফজলুল বারী তালুকদার বেলাল, জেলা বিএনপি’র প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহাফুজুল হক টিকন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান লিখন, সান্তাহার পৌর বিএনপি’র সভাপতি ও পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টসহ বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, তাঁতীদল, মৎস্যজীবি দল, শ্রমিক দল ছাত্র দলসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।