• মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১০:৫৪ পূর্বাহ্ন

তারাকান্দায় শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধ বিষয়ক বই বিতরণ

ময়মনসিংহ প্রতিবেদক: / ৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩

“মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে সামনে চলি, নতুন প্রজন্মের সোনার বাংলা গড়ি” এই শ্লোগানকে সামনে নিয়ে শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে ভিন্নধর্মী কর্মসূচির অংশ হিসাবে মুক্তিযুদ্ধ বিষয়ক বই তুলে দিচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত ।

মঙ্গলবার (১২সেপ্টেম্বর) মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রাথমিক বিদ্যালয়ে মুজিব কর্ণারে বই বিতরণের মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার।

উপজেলা প্রশাসন সুত্র জানা গেছে- এই কর্মসুচীর অধীনে শিক্ষক-সাংবাদিকসহ সমাজের বিভিন্ন সচেতন ব্যক্তিদের সঙ্গে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক বই, জানাচ্ছেন বাঙ্গালীর মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও তার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে।

বাঙ্গালির মহান মুক্তিযুদ্ধ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর রাষ্ট্র ভাষা বাংলা ও ১৯৭১ সালের ঘটে যাওয়া অনেক কিছুই আজকের নতুন প্রজন্মের শিক্ষার্থীদের কাছে অজানা। আর তাই তারাকান্দার ইউএনও যাচ্ছেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। মুক্তিযুদ্ধ ভিত্তিক বই বিতরণ এর মাধ্যমে তিনি তুলে ধরছেন পাকিস্তানী হানাদার বাহিনীর বর্বরতা ও মুক্তিযোদ্ধাদের বীরত্বের ইতিহাস।

এই কর্মসূচির মধ্যদিয়ে ছাত্র-ছাত্রীরাও আগ্রহী হয়ে উঠেছেন মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে। তারা বুঝে নিতে চান নিজেদের দায়িত্ব। একাত্তরের রণাঙ্গনের এই যোদ্ধারা হয়তো একদিন থাকবেন না, কিন্ত মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে এগিয়ে নিতে হবে সামনের দিকে। সে লক্ষে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হচ্ছে, বঙ্গবন্ধুর আত্মজীবনীমূলক বইসহ মুক্তিযুদ্ধ ভিত্তিক বই, যা থেকে ছাত্র-ছাত্রীরা নিজেদের আরও সমৃদ্ধশালী করতে পারবে।

তারাকান্দার মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের মতে ইউএনও’র এমন কর্মসুচি নতুন প্রজন্মকে যেমন মুক্তিযুদ্ধের চেতনায় আত্মবিশ্বাসী করে গড়ে তুলবে। তেমনি সারাদেশে প্রতিটা মানুষ মুক্তিযুদ্ধ, দেশ-বঙ্গবন্ধু সমন্ধে সঠিক ইতিহাস জানবে এমনটাই প্রত্যাশা সকলের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ