• সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫৩ অপরাহ্ন

বন্ধ কলকারখানা চালুসহ ৯ দফা দাবিতে রাজশাহীতে স্কপের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক / ১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩

অত্যাবশ্যক পরিসেবা বিল প্রত্যাহার, জাতীয় ন্যুনতম ২০ হাজার টাকা মজুরী ঘোষণা, রাজশাহীর বন্ধ পাটকল,বস্ত্রকল পূর্ণ এবং রেশম কারখানা ও চিনিকল পূর্ণভাবে চালুসহ স্কপের ৯ দফা বাস্তবায়নের দাবি জানিয়েছে রাজশাহী-মহানগর শ্রমিক কর্মচারি ঐক্যপরিষদ।

শনিবার (৯ সেপ্টেম্বর) গণকপাড়া মোড়ে এক মানববন্ধন কর্মসূচি চলাকালে শ্রমিক নেতৃবৃন্দ এ দাবি জানান। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তারা এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী স্কপের আহবায়ক ও রাজশাহী মহানগর জাতীয় শ্রমিক লীগের সভাপতি আলহাজ্ব ওয়ালীখান। মানববন্ধন পরিচালনা করেন স্কপের যুগ্ম আহবায়ক শামসুল আবেদিন।

মানববন্ধন চলাকালীন সমাবেশে বক্তব্য রাখেন রাজশাহী জেলা জাতীয় শ্রমিক ফেডারেশনের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, ইনসাব ও ট্রেড ইউনিয়ন কেন্দ্র রাজশাহী জেলা সাধারণ সম্পাদক হুমায়ুন রেজা জেনু, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট রাজশাহী জেলার আহবায়ক আলফাজ হোসেন, জাতীয় শ্রমিক লীগ মহানগর সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, ন্যাপ রাজশাহী জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান খান আলম, হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক নাজমুল করিম অপু প্রমুখ।

সমাবেশে শ্রমিক নেতা সেরাজুর রহমান খান ও শ্রমিক নেতা আইউব আলীসহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ