• সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫২ অপরাহ্ন

পাকিস্তানকে উড়িয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

ক্রীড়া ডেস্কঃ / ৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩

অনূর্ধ্ব-১৬ সাফ চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে আজ পাকিস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশের যুবারা। দারুণ উত্তেজনাপূর্ণ এ ম্যাচে ম্যান ইন গ্রিনদের ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে টুর্নামেন্টের ফাইনালে পৌঁছেছে টাইগার যুবারা। আগামী ১০ সেপ্টেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে লড়বে তারা।

ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত আজকের খেলায় শুরুতেই এগিয়ে যায় পাকিস্তান। ম্যাচের ষষ্ঠ মিনিটেই বাংলাদেশ পিছিয়ে যায় এক গোল হজম করে। তবে পিছিয়ে পড়ে টাইগার যুবারাও মরিয়া হয়ে লড়াই করে সমতায় ফিরতে। এর ফলও পেয়েছে তারা। কিছুক্ষণ পরেই এক গোল হজম করার মিনিট সাতেক পরেই সমতায় ফেরে বাংলাদেশ।

ডান প্রান্ত থেকে পাওয়া বলে দারুণ এক হেড করে লক্ষ্যভেদ করেন মোর্শেদ আলী। এ গোলে ম্যাচে ফেরে টাইগাররা।

এদিকে সমতায় ফেরার কিছুক্ষণ পরই ফের গোল করেন বাংলাদেশের আবু সাইদ। টাইগার অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের বাড়ানো বল পাকিস্তানি ডিফেন্ডার ক্লিয়ার করতে ব্যর্থ হলে সুযোগ লুফে নেন টাইগার ফুটবলার সাইদ।

অন্যদিকে বিরতির পর দুই দলই আক্রমণ চালায় গোলের দেখা পেতে। তবে লক্ষ্যভেদ করতে পারেনি কোনো দলই। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সাত মিনিট পায় দুই দলই। তবে অতিরিক্ত সময়ে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল পাকিস্তানি যুবারা। যদিও সে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় তারা।

এরপর একটি সুযোগ পেয়েছিল বাংলাদেশও। কিন্তু টাইগার যুবারাও পারেনি সুযোগ কাজে লাগাতে। তবে গোল করার সুযোগ কাজে লাগাতে না পারলেও ফাইনাল ঠিকই নিশ্চিত করেছে টাইগার যুবারা।

এদিকে, আজ দিনের প্রথম সেমিফাইনালে মালদ্বীপের মুখোমুখি হয়েছিল ভারত। সে ম্যাচে ৮-০ গোলের বড় ব্যবধানে প্রতিপক্ষকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে ভারতীয় যুবারা। ১০ সেপ্টেম্বর ভারতের মুখোমুখি হবে বাংলাদেশি যুবারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ