• সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৮ অপরাহ্ন

১২৪২ কোটি টাকার এলএনজি কিনবে সরকার

দেশের আওয়াজ ডেস্কঃ / ১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩

নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের লক্ষ্যে সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডের স্পট মার্কেট থেকে ১২শ ৪২ কোটি টাকার এলএনজি কিনছে সরকার। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সভা শেষে অনলাইন ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাইদ মাহবুব খান জানান, আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সর্বনিম্ন দরদাতা সুইজারল্যান্ডের এনার্জি কোম্পানি মের্সাস টোটাল ইঞ্জিনিয়ারিং গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেডের কাছ থেকে জ্বালানি পণ্যটি আমদানির করা হবে। প্রতি ইউনিট এমএমবিটিইউ’র দর ধরা হয়েছে ১৩ দশমিক ৭৭০০ মার্কিন ডলার। ৩৩,৬০,০০০ এমএমবিটিইউ এলএনজি আমদানিতে খরচ হবে ৫৯৫ দশমিক ৪৫ কোটি টাকা ।

সিঙ্গাপুরের কোম্পানি ভিটার এশিয়া পিটিই লিমিটেড আন্তর্জাতিক টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। আরেকটি আন্তর্জাতিক টেন্ডার মাধ্যমে সিঙ্গাপুরের কোম্পানি ভিটার এশিয়া পিটিই লিমিটেড কাছ থেকে জ্বালানি পণ্যটি আমদানি করা হবে । প্রতি ইউনিট এমএমবিটিইউ’র দর ধরা হয়েছে ১৪ দশমিক ৯৭০০ মার্কিন ডলার। ৩৩,৬০,০০০ এমএমবিটিইউ এলএনজি আমদানিতে খরচ হবে ৬৪৮ দশমিক ৩৫ কোটি টাকা ।

পেট্রোবাংলার ওয়েবসাইট থেকে জানা যায়, দেশে এখন দিনে গ্যাসের চাহিদা ৪০০ কোটি ঘনফুট। সর্বোচ্চ সরবরাহ করা হয় ৩০০ কোটি ঘনফুট। এর মধ্যে দেশীয় উৎস থেকে আসে ২২৫ থেকে ২৩০ কোটি ঘনফুট। আর বাকিটা এলএনজি আমদানি করে মেটানো হয়।

তিনি আরও বলেন, সব মিলিয়ে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে ৬টির মধ্যে ৫টি প্রস্তাব অনুমোদন পেয়েছে। প্রস্তাবনাগুলোর মধ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দুটি, কৃষি মন্ত্রণালয়ের দুটি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের একটি এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের একটি প্রস্তাবনা ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ