মহাকাশে সেলফি তুলেছে ভারতের প্রথম সৌরযান আদিত্য এল-১। সেলফিতে যানটির বিভিন্ন অংশ দেখা যায়। সেলফি ছাড়াও পৃথিবী এবং চাঁদের ছবি তুলে দেখিয়েছে যানটি। এখান থেকে সৌরযানটি ১৫ লাখ কিলোমিটার পথ অতিক্রম করে নিজের গন্তব্যে পৌঁছাবে।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, আজ ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভারতের প্রথম সৌরযান আদিত্য এল-১ এর মহাকাশে তোলা ছবি নিজেদের অফিশিয়াল এক্স (টুইটার) প্রোফাইলে পোস্ট করেছে ভারতের মহাকাশ সংস্থা ইসরো।
এই সেলফিতে ভারতের সৌরযানে থাকা ভিসিবল এমিসন লাইন করোনাগ্রাফ (ভিইএলসি) এবং ‘সোলার আল্ট্রাভায়োলেট ইমেজিং টেলিস্কোপ’ (এসইউআইটি) নামক দু’টি যন্ত্র ধরা পড়েছে। নিজের গায়ে লাগানো ক্যামেরা দিয়েই সেলফি তুলেছে সৌরযান।
সেলফিতে ভারতের সৌরযানে থাকা ভিইএলসি এবং এসইউআইটি নামক দু’টি যন্ত্র।
কয়েক সপ্তাহ আগেই চাঁদের মাটিতে পা ফেলেছে ভারতের চন্দ্রযান-৩ মিশনের ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞান। একাধিক পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে আপাতত চাঁদে ঘুমিয়ে আছে এটি।