ভারতীয় ক্রিকেটের মহারাজ বলে ডাকা হয় সৌরভ গাঙ্গুলিকে।। এই অঙ্গনে দাদাগিরি কম করেননি তিনি। ১৯৯৬ সালে অভিষেক টেস্টেই হাঁকিয়েছিলেন সেঞ্চুরি। ২০০২ সালে ট্রফি জিতে লর্ডসের বারান্দায় দাঁড়িয়ে তো জামা খুলে ঘুরিয়েছিলেন। এসব দেশটির ক্রিকেট ইতিহাসের সোনালী অতীত।
২২ গজে সৌরভের যত কীর্তিগাথা পর্দায় তুলে ধরবেন বলে ঘোষণা দিয়েছিলেন অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়। জানিয়েছিলেন, তাকে নিয়ে ‘কলকাতা ৯৬’ নামের একটি সিনেমা বানাবেন তিনি। সেইসঙ্গে নিজেও নাম লেখাবেন পরিচালনায়। তবে ‘কলকাতা ৯৬’ সিনেমাটি আলোর মুখ দেখেনি।
এরপরই সৌরভের বায়োপিক নির্মাণের কাজ হাতে নেন দক্ষিণি তারকা রঞ্জনীকান্তের মেয়ে ঐশ্বরিয়া রজনীকান্ত। সৌরভের চরিত্রের জন্য উপযুক্ত হিসেবে নির্বাচন করা হয় আয়ুষ্মান খুরানাকে। এবার জানা গেল, ছবিটির দৃশ্যধারণের কাজ শুরু হবে চলতি বছরের ডিসেম্বরে।
ছবিটির চিত্রনাট্যের বিষয়ে বেশ সতর্ক ছিলেন সৌরভ।র চিত্রনাট্য চূড়ান্ত হওয়ার আগে ঘন ঘন মুম্বাই ছুটতে দেখা গিয়েছিল তাকে। ভারতীয় ক্রিকট দলের প্রাক্তন অধিনায়কের চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য আগামী মাস থেকেই শুরু হবে আয়ুষ্মানের কঠোর প্রশিক্ষণ।
তবে একটি জায়গা আয়ুষ্মানের মিল খুঁজে পাওয়া গেছে সৌরভের সঙ্গে। আয়ুষ্মান নাকি সৌরভ মতোই বাঁহাতি। তাই তার চরিত্রকে ফুটিয়ে তোলাটা অভিনেতার ক্ষেত্রে সুবিধাজনক হবে বলেই ধরা হচ্ছে। তবে পুরোপুরি সৌরভের মতো হয়ে উঠতে অনেক প্রশিক্ষণের প্রয়োজন অভিনেতার।
দক্ষিণের বেশ কয়েকটি ছবি করেছেন তিনি। গত বছর দাদার বাড়িতেও আসেন রজনীকন্যা। এবার হাতে নিয়েছেন পর্দায় সৌরভের জীবন ফুটিয়ে তোলার দায়িত্ব।