• মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১০:৩৪ পূর্বাহ্ন

নিউজ নেই বিডি নিউজে

দেশের আওয়াজ ডেস্কঃ / ২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩

শুক্রবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টা ১৭ মিনিট থেকে দেশের প্রথম ও জনপ্রিয় নিউজ পোর্টাল ‘বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকমে’ কোনধরনের আপডেট পাওয়া যাচ্ছে না। এই রিপোর্টটি লেখার সময় পর্যন্ত (রাত ৮ টা ৫৫ মিনিট) সাইটটি ওপেন করলে সেখানে তাদের লোগো এবং প্রধান সম্পাদক ও প্রকাশের নাম ছাড়া অন্য কোনকিছু দেখা যাচ্ছে না।

এ বিষয়ে বিডি নিউজ কর্তৃপক্ষ আজ সন্ধ্যা ৬ টা ৫৮ মিনিটে তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে পাঠকদের কাছে ক্ষমা চেয়ে এ সংক্রান্ত একটি ঘোষণায় বলেন, ‘আমাদের নিয়ন্ত্রণের বাইরে এমন সব কারণে আমাদের সংবাদ পোর্টালে পাঠকদের নিয়মিত সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। আমরা আন্তরিকভাবে ক্ষমা চাইছি। আমরা পাঠকদের আশ্বস্ত করছি, ওয়েবসাইটটি ফিরিয়ে আনতে আমাদের লড়াই অব্যাহত রয়েছে। আপাতত সংবাদ পেতে চোখ রাখুন আমাদের ফেইসবুক, ইন্সটাগ্রাম, এক্স পেইজ ও ইউটিউব চ্যানেলে’।

সংশ্লিষ্টদের ধারণা, সাইটটি সাইবার আক্রমণের শিকার হয়েছে এবং কোন একটি সংঘবদ্ধ হ্যাকার চক্র সেটিকে নিয়ন্ত্রণ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ